আগামী ১৩ আগস্ট শাকিব খানের সমনের জবাব দাখিলের তারিখ

নিউজ ডেস্ক

সময় একাত্তর

প্রকাশিত : ১২:৪১ পিএম, ১৮ জুলাই ২০২৩ মঙ্গলবার

শাকিব খান

শাকিব খান

‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার অস্ট্রেলিয়ান প্রবাসী বাঙালি প্রযোজক রহমত উল্লাহর দায়ের করা ১০০ কোটি টাকার মানহানি মামলায় ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানকে সমনের জবাব দাখিলের জন্য ১৩ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।

গতকাল সোমবার জবাব দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু এদিন শাকিব খানের আইনজীবী সময়ের আবেদন করেন। আবেদন মঞ্জুর করে ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মাসুদুল হক ১৩ আগস্ট সমনের জবাব দাখিলের দিন ধার্য করেন।

ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতের সেরেস্তাদার শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। গত ৩০ এপ্রিল আদালতে শাকিব খানের বিরুদ্ধে এ মামলাটি করেন রহমত উল্লাহ।

এর আগে, ১৬ এপ্রিল ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াতের আদালতে রহমত উল্লাহ ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করেন। তবে আদালত মামলাটি খারিজের আদেশ দেন।

তার আগে, ২৩ মার্চ চাঁদা দাবি ও হত্যার হুমকির অভিযোগে মোহাম্মদ রহমত উল্লাহর বিরুদ্ধে সিএমএম আদালতে মামলা করেন নায়ক শাকিব খান। এরপর ২৭ মার্চ ঢাকার সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে আরেকটি মামলা করেন শাকিব খান। আদালত মামলার অভিযোগের বিষয়টি পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।