বিশ্বসেরা বিজ্ঞানীদের তালিকায় কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়ার এ কে এম জাকির হোসেন
নিউজ ডেস্ক
সময় একাত্তর
প্রকাশিত : ০২:১১ পিএম, ২০ জুলাই ২০২৩ বৃহস্পতিবার | আপডেট: ০২:২৩ পিএম, ২০ জুলাই ২০২৩ বৃহস্পতিবার
বিশ্বসেরা বিজ্ঞানীদের তালিকায় কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়ার এ কে এম জাকির হোসেন
AD Scientific Index নামক একটি সংস্থা প্রতি বছর বিশ্বজুড়ে বিজ্ঞানীদের তালিকা প্রকাশ করে। সেখানে বিজ্ঞানীদের গবেষণা পত্র প্রকাশ, গবেষাণা পত্রের সাইটেশন, এইচ ইনডেক্স ইত্যাদি বিবেচনায় নেওয়া হয়। এ কে এম জাকির হোসেন গবেষণা করেন সংক্রামক রোগ ও ক্যান্সার নিয়ে।
ইতিমধ্যে তার ৪ টি গবেষণা পত্র বিশ্বসেরা সায়েন্টিফিক জার্নালগুলোতে প্রকাশ হয়েছে। বর্তমানে তিনি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের ভেক্সিন ডিভিশনের রিসার্চ এন্ড ডিভেলাপমেন্টে অফিসার হিসাবে গবেষণা কাজে নিয়োজিত আছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চ বি) জিন প্রকৌশল ও জৈব প্রযুক্তি বিদ্যা বিভাগের ল্যাবরেটরি অব মাইক্রোবিয়াল এন্ড ক্যান্সার জিনোমিক্সে পার্ট টাইমে গবেষণায় কোলাবোরেশন করছেন। জাকির চট্টগ্রাম বিশ্ববিদ্যাল (চবি) একই বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। তিনি পাকুন্দিয়ার পলিগ্যান পাবলিক স্কুল এন্ড কলেজ ও কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র।