সাকিবের ‘রহস্যময়’ স্ট্যাটাস নিয়ে যা বললেন পরীমণি
নিউজ ডেস্ক
সময় একাত্তর
প্রকাশিত : ০৪:৫৮ পিএম, ২৫ আগস্ট ২০২৩ শুক্রবার
সাকিবের ‘রহস্যময়’ স্ট্যাটাস নিয়ে যা বললেন পরীমণি
শিগগিরই শুরু হতে যাওয়া এশিয়া কাপ এবং ৫ অক্টোবর আইসিসি বিশ্বকাপকে সামনে রেখে অধিনায়ক করা হয়েছে সাকিব আল হাসানকে। এদিকে বিশ্বসেরা এ অলরাউন্ডারকে অধিনায়ক করে এশিয়া কাপের জন্য এরই মধ্যে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।
অথচ বৃহস্পতিবার (২৪ আগস্ট) মধ্যরাতে হুট করে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন সাকিব, যা নিয়ে গোটা দেশে হইচই পড়ে যায়। রাত ১১টার পর সাকিবের ফেসবুকে ঘোষণা দেন, তিনি আর খেলবেন না। সাকিবের পেজে লেখা হয়, ‘আমি আর খেলব না। কে খেলবে জানাচ্ছি...।’
মুহূর্তেই সাবিকের স্ট্যাটাস ভাইরাল হয়েছে। কিন্তু হুট করে এমন স্ট্যাটাস কেন সাকিবের? সাধারণ সমর্থক, সাকিব ভক্তদের মাঝে দেখা দেয় মিশ্র প্রতিক্রিয়া।
শুক্রবার (২৫ আগস্ট) সকাল ৯টা পর্যন্ত এই রহস্যের পেছনের ঘটনা আনুষ্ঠানিকভাবে জানাননি সাকিব। তার পেজেও এখন পর্যন্ত আর কোনো নতুন পোস্ট আসেনি।
এবার সাকিবের ‘রহস্যময়’ পোস্টটি শেয়ার করে একটি স্ট্যাটাস দিয়েছেন চিত্রনায়িকা পরীমণি। জনপ্রিয় সংগীতশিল্পী ও সংগীত পরিচালক কৌশিক হোসেন তাপসকে ম্যানশন দিয়ে ক্যাপশনে পরী লিখেছেন, খেলা হবে। সঙ্গে জুড়ে দিয়েছেন একটি ইমোজিও।