বিএনপিকে ছাড় দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
নিউজ ডেস্ক
সময় একাত্তর
প্রকাশিত : ১১:৪৯ এএম, ১৮ সেপ্টেম্বর ২০২৩ সোমবার
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি বলেছেন, বিএনপিকে আর ছাড় দেওয়া হবে না, যারা ২০১৩-১৪ সালে অগ্নিসন্ত্রাসের মাধ্যমে দেশকে অচল করার চেষ্টা করেছিল। বিএনপি আবারও ঘোষণা দিচ্ছে, নির্বাচন করতে দেবে না। এ দেশের শাসনতন্ত্র অনুযায়ী আগামী নির্বাচন হবে।
গতকাল দুপুরে ভোলার চরফ্যাশনে ১৫ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত দুলারহাট থানা ভবনের উদ্বোধন শেষে সুধিসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভোলা পুলিশ সুপার মো. মাহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। পুলিশের বরিশাল রেঞ্জের ডিআইজি মো. জামিল হাসান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ হোসেন, জেলা প্রশাসক আরিফুজ্জামান প্রমুখ।