শেরপুরে জন্ম-মৃত্যু নিবন্ধন ও আদালত কার্যক্রম জোরদার

অনলাইন ডেস্ক

সময় একাত্তর

প্রকাশিত : ০৪:১১ পিএম, ১০ নভেম্বর ২০২৩ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

শেরপুরে জন্ম-মৃত্যু নিবন্ধন ও আদালত কার্যক্রম জোরদার এবং মাদক ও তামাকমুক্ত সমাজ গঠনে করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ৯ নভেম্বর সকালে সদর উপজেলা পরিষদের হল রুমে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আতিউর রহমান আতিক এমপি।

সদর উপজেলা নির্বাহী অফিসার মেহনাজ ফেরদৌসীর সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক উপসচিব মোহাম্মদ তোফায়েল আহমেদ, বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম মিজান, উপজেলা প.প. কর্মকর্তা ডা: মোবারক হোসেন, বিভাগীয় সমন্বয়কারী এডাব মোঃ নুরুল আমীন স্বপন সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।