টেডি ডে-তে যেভাবে আবেগে ভাসাবেন প্রিয়জনকে
নিউজ ডেস্ক
সময় একাত্তর
প্রকাশিত : ১২:২৬ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২৪ শনিবার
টেডি ডে-তে যেভাবে আবেগে ভাসাবেন প্রিয়জনকে
আজ টেডি ডে। ভালোবাসার উপহার হিসেবে দারুণ জনপ্রিয় টেডি বেয়ার। প্রেমিক-প্রেমিকাকে উপহার দিলে যেমন উষ্ণতা বাড়ে সম্পর্কে, তেমনই উপহার হিসেবে শিশুদেরও দারুণ পছন্দ টেডি বেয়ার।টেডি দিবস উদ্যাপনের জন্য, আমরা আপনার জন্য প্রেম ভরা কবিতা নিয়ে এসেছি, আপনি আপনার সঙ্গী বা ক্রাশকে টেডি দিবসের এই শুভেচ্ছা জানাতে পারেন। দেখবেন, আবেগে ভাসবেন আপনার প্রিয়জন।
১. যখনই আমি তোমাকে মিস করি,আমি তোমার দেওয়া টেডিটিকে আলিঙ্গন করি।
হ্যাপি টেডি ডে ২০২৪
২. তোমার জন্য আমার এই টেডি বিয়ারের হৃদয় বা হৃদস্পন্দনের নেই। কারণ আমি নিজেই ভালোবাসায় ভরপুর। হ্যাপি টেডি ডে।
৩. তোমার জন্য টেডি বিয়ার সাজব, চিরকালের জন্য তোমার সঙ্গী হবে। হ্যাপি টেডি বিয়ার ডে।
৪. তুমি চিরন্তন, টেডির মতো মিষ্টি। তোমার জন্য আমার দেওয়া এই টেডি বিয়ার ভালোবাসায় পূর্ণ আমার হৃদয়ের প্রতীক।
৫. কে বলেছে টেডি বিয়ার আসলে হয় না? একবার নিজের দিকে তাকিয়ে দেখ! তুমিই তো আমার দুষ্টু মিষ্টি টেডি।
৬. তোমাকে আমি এই টেডি উপহার দিচ্ছি। দেখবে, যখনই তুমি টেডিটির দিকে তাকাবে, আমার কথা মনে পড়বেই। হ্যাপি টেডি ডে।
৭. তুমি আমার ঠোঁটের হাসি, আমার চোখের পলক এবং মনের মুখের আনন্দ, তুমি ছাড়া আমি কিছুই নই, আমি আশা করি শীঘ্রই তুমি আমার হবে, ভালবাসা! শুভ টেডি বিয়ার ডে।
৮. আমি যেখানেই যাই বা আমি যা করি তা নির্বিশেষে তুমি সর্বদা আমার চিন্তা এবং অন্তরে রয়েছ। আমি যা করতে চাই তা হ’ল নরম এবং মিষ্টি টেডির মতো তোমাকে যত্ন এবং ভালবাসা। শুভ টেডির দিন!
৯. অবশ্যই আমার প্রিয় টেডি বিয়ারি থেকে বা আমার সবচেয়ে প্রিয় প্রেমিকের কাছ থেকে আলিঙ্গনের মতো ভাল কিছুই নেই। হ্যাপি টেডি ডে প্রিয়া!
১০. আমার টেডি তোমাকে মনে করিয়ে দেয়। এটি তোমার মতো নরম এবং উষ্ণ। শুভ টেডি দিবস!
১১. আমি আজ তোমাকে বলতে চাই যে তুমি আমার সেরা টেডি। আমি তোমাকে প্রতি রাতে এবং প্রতিদিন মিস করি!
১২. ভালোবাসার উষ্ণতা সর্বদা তোমার সঙ্গে থাকুক এবং এখান তোমাকে ভালোবাসায় উষ্ণ রাখার জন্য টেডিটি পাঠাচ্ছি। শুভ টেডি দিবস!