বিএনপি বিষধর সাপ, আবারো ফণা তুলতে পারে : কামরুল ইসলাম

সময় একাত্তর

প্রকাশিত : ১১:২৫ এএম, ১৬ মার্চ ২০২৪ শনিবার

আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য এবং ঢাকা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম

আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য এবং ঢাকা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম

৭ জানুয়ারির নির্বাচনকে বিতর্কিত করতে বিএনপি ও তার বিদেশি বন্ধুরা এখনও ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য এবং ঢাকা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম।সম্প্রতি  উপজেলা নির্বাচন উপলক্ষে কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের কর্মী সমাবেশে এ অভিযোগ করেন তিনি।

কামরুল ইসলাম বলেন, বিএনপি বিষধর সাপ, যে কোনো সময় আবারো ফণা তুলতে পারে। ওই দলটি এবং তাদের বিদেশি বন্ধুরা ৭ জানুয়ারির নির্বাচনকে বিতর্কিত করতে এখনও বিরূপ বক্তব্য দিয়ে যাচ্ছে।এ সময় দ্রব্যমূল্য নিয়ে কারসাজি চলছে উল্লেখ করে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি।তিনি বলেন, এক শ্রেণির অসাধু ব্যবসায়ী চক্রের কারণে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। তবে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। জনগণকে সংঘবদ্ধ থেকে সরকারকে সহায়তা করারও আহ্বান জানান তিনি।