বিএনপির সঙ্গে ভিপি নুরের সখ্যতা প্রকাশ্যে

নিউজ ডেস্ক

সময় একাত্তর

প্রকাশিত : ০২:৩৪ পিএম, ১৮ আগস্ট ২০২০ মঙ্গলবার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর

বিএনপির সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের গোপন আঁতাতের গুঞ্জন উঠলেও এবার প্রকাশ্যেই তার রূপ নিতে শুরু করেছে।

গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি'র অঙ্গ ও সহযোগী সংগঠন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্মের আয়োজনে এক মানববন্ধনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে দাঁড়িয়ে একই সুরে তাল দিয়েছেন ভিপি নুর। এতেই বোঝা যায়, বিএনপির সঙ্গে ভিপি নুরের সখ্যতা বেশ জমেছে।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, ভিপি নুর আসলে একজন স্বার্থপর নেতা। রাজনীতিতে যোগ দিতে তিনি আজ শিক্ষার্থীদের ছেড়ে বিএনপির খাতায় নাম লেখাতে তোড়জোড় চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

তারা বলেন, রাতারাতি নেতা বনে যাওয়া ভিপি নুর আসলে বিএনপিরই জন্ম। সরকারকে বেকায়দায় ফেলতে কোটা আন্দোলনের নামে জনগণকে বিভ্রান্ত করার যে মিশন নেয়া হয়েছিল এটা মূলত বিএনপির পরিকল্পনার একটা অংশ ছিল।

এ বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক ডাকসুর এক নেতা বলেন, ভিপি নুর ছিলেন একজন বিএনপির এজেন্ট।

তিনি বলেন, সাধারণ ছাত্র-ছাত্রীর অধিকার আদায়ের কথা বলে তিনি বিএনপি ও তাদের ছাত্র সংগঠন ছাত্রদলের এজেন্ডা বাস্তবায়ন করে গেছেন। যার প্রমাণ মিলেছে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে মানববন্ধনে দাঁড়িয়ে। তিনি তার ব্যক্তিগত স্বার্থের জন্য যেকোনো কিছুই করতে পারেন। এখন দেখার বিষয়- তিনি বিএনপিতে আনুষ্ঠানিকভাবে কবে ঘোষণা দিয়ে যোগ দিচ্ছেন।