ময়মনসিংহে পুলিশের ‘ধর্ষণ প্রতিরোধ টিম’

নিউজ ডেস্ক

সময় একাত্তর

প্রকাশিত : ০৯:১০ এএম, ২৪ অক্টোবর ২০২০ শনিবার

ধর্ষণের শিকার নারীকে আইনগত সহায়তা দেয়া, আসামি গ্রেপ্তার, মামলা তদারকির লক্ষ্য নিয়ে ময়মনসিংহে পুলিশ প্রশাসনের উদ্যোগে গঠন করা হয়েছে ‘ধর্ষণ প্রতিরোধ টিম’। ধর্ষণ প্রতিরোধে সামাজিক সচেতনতা সৃষ্টিতেও কাজ করবে এ টিম। গত ২০ অক্টোবর ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা প্রাঙ্গনে এই টিমের কার্যক্রম উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার আহমার উজ্জামান। 

সংশ্লিষ্টরা জানান, যেকোনো স্থানে ধর্ষণের ঘটনার সংবাদ জানার সাথে সাথে এ টিমের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছাবেন। এরপর ভিকটিমকে সহায়তা, আসামি গ্রেপ্তার, আলামাত সংগ্রহসহ অন্যান্য কাজগুলো দ্রুত সম্পন্ন করবেন। সংশ্লিষ্টরা জানান, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার মো. হারুন অর রশিদের নির্দেশনায় এবং জেলা পুলিশ সুপার আহমার উজ্জামানের উদ্যোগে এ টিম গঠন করা হয়। ইতোমধ্যেই এ টিম মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে বলে জানা গেছে।