জনসাধারণকে মাস্ক পরিয়ে দিচ্ছে কটিয়াদী পুলিশ

নিউজ ডেস্ক

সময় একাত্তর

প্রকাশিত : ০৪:৪২ পিএম, ২৭ নভেম্বর ২০২০ শুক্রবার

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

জেলার কটিয়াদীতে মডেল থানার উদ্যোগে করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণের সম্ভাব্য দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিতকরণের লক্ষ্যে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে কটিয়াদী কলেজ রোড, বাজার ও বাসস্ট্যান্ডে যাদের মুখে মাস্ক ছিলনা তাদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করে পরিয়ে দেওয়া হয়। পাশাপাশি সবাইকে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার ও মাস্ক পরে ঘরের বাইরে বের হওয়ার নির্দেশ প্রদান করে পুলিশ কর্মকর্তারা।

কর্মসূচিতে হোসেনপুর সার্কেল এএসপি সোনাহার আলী, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ এম এ জলিল, কটিয়াদী পৌরসভার মেয়র শওকত উসমান, কটিয়াদী পৌর আ. লীগের সভাপতি গোলাম মোস্তফা, এস আই তোফায়েল, জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আ. খালেক রাজু সহ স্থানীয় রাজনীতিক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।