সবকিছু প্রস্তুত থাকার পরও ফেরা হলো না এন্ড্রু কিশোরের

নিউজ ডেস্ক

সময় একাত্তর

প্রকাশিত : ০৪:১৫ পিএম, ১৪ মে ২০২০ বৃহস্পতিবার

দীর্ঘ আট মাস চিকিৎসার পর বুধবার দেশে ফেরার কথা ছিল কিংবদন্তি সংগীত শিল্পী এন্ড্রু কিশোরের। সবকিছুই ঠিক-ঠাক ছিল, প্রস্তুত ছিল বিশেষ বিমানও। কিন্তু কেবলমাত্র করোনাভাইরাসের কারণে সিদ্ধান্ত পরিবর্তন করেন এন্ড্রু কিশোর।

সিঙ্গাপুর থেকে শিল্পীর ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, সব ঠিকঠাক থাকার পরও মঙ্গলবার রাতে এন্ড্রু কিশোর করোনার এই পরিস্থিতিতে দেশে ফিরবেন না বলে সিদ্ধান্ত নেন। কবে ফিরবেন সেটা এখনই বলা যাচ্ছে না।

এদিকে এরইমধ্যে শেষ হয়েছে তার প্রয়োজনীয় কেমোথেরাপি। মোট ছয়টি ধাপে মোট ২৪টি কেমোথেরাপি দেয়া হয়েছে। তার শারীরিক অবস্থা এখন কিছুটা উন্নতির দিকে।

শরীরে নানা জটিলতা নিয়ে এন্ড্রু কিশোর গত বছরের ৯ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে দেশ ছেড়েছিলেন। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর গত ১৮ সেপ্টেম্বর তার শরীরে ক্যান্সার ধরা পড়ে।

এরপর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক লিম সুন থাইয়ের অধীনে তার চিকিৎসা শুরু হয়। এই কয়েক মাস সিঙ্গাপুরে তার চিকিৎসা চলে।