আফ্রিদির সাহায্য থেকে বাদ যায়নি মন্দিরও

অনলাইন ডেস্ক

সময় একাত্তর

প্রকাশিত : ০৪:২১ পিএম, ১৪ মে ২০২০ বৃহস্পতিবার

করোনাভাইরাসের কারণে অসহায় হয়ে পড়েছে পৃথিবীর একটা বড় অংশের মানুষ। এ ভাইরাসের সংক্রমণের শুরু থেকে এই সব অসহায় মানুষদের সাহায্যার্থে কাজ করে যাচ্ছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি। করোনা কোনো জাতি-ধর্ম-বর্ণ মানে না। ফলে ধর্মীয় ভেদাভেদ ভুলে পাকিস্তানের একটি মন্দিরে খাদ্যসামগ্রী বিলি করেছেন পাকিস্তানের সাবেক এই অলরাউন্ডার।

করোনা মহামারির আগমনের পর থেকে নিজের প্রতিষ্ঠিত সংগঠন ‘আফ্রিদি ফাউডেনশন’র মাধ্যমে দেশের কর্মহীন অভুক্ত মানুষের দিকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন তিনি। দেশের নানান প্রান্তে ঘুরে ঘুরে নিজ হাতে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিলি করেছেন সাবেক এই অধিনায়ক।  

সম্প্রতি নিজ দেশের একটি হিন্দু মন্দিরে খাদ্যসামগ্রী নিয়ে হাজির হন আফ্রিদি। সেখানেও নিজ হাতে অভুক্তদের মাঝে খাবার বিলি করেন তিনি। 

সেই ছবি টুইটারে পোস্ট করে আফ্রিদি লেখেন, ‘আমরা এখন একসঙ্গে সংকটে পড়েছি এবং ঐক্যবদ্ধভাবে আমাদের লড়তে হবে। একতাই আমাদের শক্তি। খাদ্যসামগ্রী বিতরণ করতে শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দিরে গিয়েছিলাম’।

মন্দ্রিরে খাদ্য বিতরণের কাজে আফ্রিদির সঙ্গী হয়েছিলেন পাকিস্তানের বিখ্যাত স্কোয়াশ তারকা জাহাঙ্গীর খান ও ‘এসএএফ ফাউন্ডেশন’র প্রেসিডেন্ট। আফ্রিদি তার টুইটে তাদের ধন্যবাদ জানিয়ে নিচে লিখেছেন, ‘হোপ নট আউট’। 

আফ্রিদির এমন মহৎ উদ্যোগের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। 

এখন পর্যন্ত প্রায় ২২ হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিয়েছেন আফ্রিদি। নিজের কাজে খুশি হলেও এখানেই থেমে থাকতে চান না ‘বুমবুম’। এখনও অনেক কাজ বাকি আছে বলে জানিয়েছেন তিনি। আফ্রিদির কাজের প্রশংসা করে তার প্রতি সমর্থন দিয়েছেন দুই সাবেক ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং ও হরভজন সিং। যুবরাজ এমনকি আফ্রিদি ফাউন্ডেশনে আর্থিক সহায়তা দিয়েছেন বলেও শোনা যাচ্ছে।