অনিয়ম রোধে ইউজিসির কঠোর ভূমিকা চান রাষ্ট্রপতি

ডেস্ক রিপোর্ট

সময় একাত্তর

প্রকাশিত : ১০:৪৬ এএম, ২৮ ডিসেম্বর ২০২০ সোমবার | আপডেট: ১২:৫০ পিএম, ২৮ ডিসেম্বর ২০২০ সোমবার

রাষ্ট্রপতি আবদুল হামিদ

রাষ্ট্রপতি আবদুল হামিদ

দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোয় যেকোনো অনিয়ম দূর করতে কঠোর ভূমিকা পালনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

রবিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় বঙ্গভবনে ইউজিসির একটি প্রতিনিধি দল কমিশনের ‘বার্ষিক প্রতিবেদন ২০১৯’ জমা দিতে গেলে রাষ্ট্রপতি এ নির্দেশ দেন।

যুগের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীরা যাতে এগিয়ে যেতে পারে সেজন্য বিশ্ববিদ্যালয়ে গবেষণা কার্যক্রম সম্প্রসারণ এবং এর গুণগত মান নিশ্চিত করার ওপর জোর দেন রাষ্ট্রপতি।
আবদুল হামিদ বলেন, ‘শিক্ষা কোনও পণ্য নয়, সুতরাং মানসম্মত শিক্ষার সঙ্গে আপস করার কোনও সুযোগ নেই।’

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে অনিয়মের বিষয়ে হামিদ বলেন, যোগ্য প্রার্থীদের নিয়োগ দিতে একটি অভিন্ন নীতিমালা তৈরি করা উচিত।

বৈঠককালে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ একটি ক্লাস্টার পদ্ধতির আওতায় ভর্তি পরীক্ষা গ্রহণের অগ্রগতিসহ সার্বিক কার্যক্রম এবং প্রতিবেদনের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। খবর বাসস।