আ. লীগের স্পর্শকাতর মামলা দ্রুত নিষ্পত্তিতে ভূমিকা রাখব: নজীবুল্লাহ হীরু

নিউজ ডেস্ক

সময় একাত্তর

প্রকাশিত : ০৩:৪০ পিএম, ১০ জানুয়ারি ২০২১ রোববার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশ আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নজীবুল্লাহ হীরু বলেছেন, আইন অঙ্গণে ন্যায়বিচার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা পালন করবে আওয়ামী লীগের আইনবিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্যরা।

শনিবার ধানমন্ডি ৩২ এ অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘আইনবিষয়ক কমিটির সদস্যরা আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবেন। ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখবেন। বাংলাদেশ আওয়ামী লীগ সংশ্লিষ্ট বিভিন্ন স্পর্শকাতর মামলা দ্রুত নিষ্পত্তিতে কার্যকর ভূমিকা পালন করবেন।’

এর আগে অ্যাডভোকেট নজীবুল্লাহ হীরুর নেতৃত্বে গঠিত আইনবিষয়ক উপ-কমিটির সদস্যরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন আইনবিষয়ক উপকমিটির সদস্য অ্যাডভোকেট শফিকুল ইসলাম বাবুল, অ্যাডভোকেট আজহার উল্লাহ ভূঁইয়া, অ্যাডভোকেট আব্দুর নূর  দুলাল, অ্যাডভোকেট গাজী শাহা আলম, অ্যাডভোকেট আইয়ুবুর রহমান, অ্যাডভোকেট আব্দুর রহমান হাওলাদার, অ্যাডভোকেট সাইদুর রহমান মানিক, অ্যাডভোকেট মিজানুর রহমান মামুন, অ্যাডভোকেট আসাদুজ্জামান খান রচি, অ্যাডভোকেট জেসমিন সুলতানা, অ্যাডভোকেট কুমার দেবুল দে, অ্যাডভোকেট শুভ, অ্যাডভোকেট নাসরীন সিদ্দিকা লীনা প্রমূখ।