ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৪ ১৪৩০

অভ্যন্তরীণ কোন্দলেই ঘুরপাক খাচ্ছে চট্টগ্রাম বিএনপি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:৫৯, ৭ ডিসেম্বর ২০২০  

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ঘুরে ফিরে অভ্যন্তরীণ কোন্দলেই ঘুরপাক খাচ্ছে চট্টগ্রাম বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। গত বৃহস্পতিবার বিকেলে নগরীর হালিশহর থানার ঈদগা বড় পুকুর পাড় এলাকায় নতুন করে তারই নজির দেখালেন নগর যুবদলের এক নেতা। তিনি দলবলসহ কিরিচ নিয়ে ধাওয়া করেন বিএনপির নেতাকর্মীদের। এ সময় তাদের হামলায় বেশ কয়েকজন বিএনপি নেতাকর্মী আহত হন।

এদিন বিকেলে নিজ এলাকায় সুরক্ষা সামগ্রী বিতরণের মধ্য দিয়ে এক কর্মসূচির আয়োজন করেছিলেন হালিশহর থানা বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। পূর্ব নির্ধারিত অতিথি হিসেবে সেখানে উপস্থিত হন ২৬ নম্বর উত্তর হালিশহর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির কাউন্সিলর প্রার্থী আবুল হাশেম।

ওই সময় তাকে দেখেই ক্ষেপে যান নগর যুবদলের সহ-সভাপতি আবদুল গফুর বাবুল। বাগবিতণ্ডার একপর্যায়ে বাবুলের নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক যুবক একত্র হয়ে কিরিচ নিয়ে সেখানে হামলা চালায়। হামলায় বিএনপির অন্তত পাঁচ নেতাকর্মী আহত হন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তবে হামলার বিষয়টি অস্বীকার করেছেন যুবদল নেতা আবদুল গফুর বাবুল। কী হয়েছিল সেদিন তা জানতে চাইলে কৌশলে কথাটি এড়িয়ে যান তিনি।

রামপুর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আলী হায়দার বলেন, কর্মসূচির ব্যানারে কাউন্সিলর প্রার্থী আবুল হাশেমের নাম দেখে ক্ষেপে যান বাবুল। পরে সিনিয়রদের হস্তক্ষেপে বিষয়টি মীমাংসা হয়।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়