ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৪ ১৪৩০

অ্যাকশনের হুঁশিয়ারি দিলেন চসিক মেয়র

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০:১০, ১০ জুন ২০২০  

চট্টগ্রামে বেসরকারি হাসপাতালগুলোতে কেউ বিনা চিকিৎসায় মারা গেলে অথবা কাউকে চিকিৎসা না দিয়ে হাসপাতাল থেকে ফেরত পাঠানো হলে অ্যাকশনে যাবেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন।

মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের সঙ্গে ভিডিও কনফারেন্সে বেসরকারি হাসপাতালের মালিকদের এ হুঁশিয়ারি দেন তিনি।

মেয়র বলেন, চিকিৎসার অভাবে আজও আমাদের এক নেতা মারা গেছেন। স্ট্রোক করার পর চারটি হাসপাতালে নিয়ে গেলেও তাকে ভর্তি করানো হয়নি।

চট্টগ্রামের বেসরকারি হাসপাতালগুলোর স্বেচ্ছাচারিতা নিয়ে বারবার বলার পরও রোগী ভর্তি নিয়ে টালবাহানা করায় ক্ষুব্ধ হয়ে তিনি বলেন, এই সভা শেষ সভা। আর কোনো অনুরোধ হবে না। এবার অ্যাকশন শুরু হবে। যদি কোনো রোগী বেসরকারি হাসপাতালে চিকিৎসা না পেয়ে মারা যায় বা আপনারা চিকিৎসা না দেন তবে এর পরিনাম ভালো হবে না। আমিই সামনে থেকে নেতৃত্ব দেব।

কনফারেন্সে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, চট্টগ্রামের দায়িত্বপ্রাপ্ত সচিব, বিভাগীয় কমিশনার, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক, সিভিল সার্জনসহ সংশ্লিষ্টরা যুক্ত ছিলেন।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়