ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

আওয়ামী লীগে অবৈধ অনুপ্রবেশকারী ঠেকাতে নতুন নিয়ম চালু

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:৪৭, ২৮ জুন ২০২১  

ফাইল ছবি

ফাইল ছবি

আওয়ামী লীগে অবৈধ অনুপ্রবেশকারী ঠেকাতে ও পূর্বের অনুপ্রবেশকারী ইস্যূতে সকল নিয়ম বাতিল করে নতুন নিয়ম চালু করছে দলটি।

নতুন নিয়মে কমিটির তালিকা ঢাকায় পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে। এর অংশ হিসেবে দলের সর্বস্তরের কমিটি কেন্দ্রে জমা নেওয়া হবে। যেখানে থাকবে জেলা, উপজেলা, থানা, ইউনিয়ন ও ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটির তালিকা।

ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতারা নতুন এ সিদ্ধান্ত নেন বলে জানা গেছে।

পূর্বে কেন্দ্র থেকে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে সেই তালিকা পাঠাতো জেলাগুলোতে। যার উপর ভিত্তি করে আঞ্চলিক নেতারাই এর কমিটি নির্ধারণ করতো। এর ফলে সমস্যা শেষ না হয়ে উল্টো আরও বেড়েছে।

অভিযোগ উঠেছে, নিজেদের আধিপত্য জানান দিতে নেতারা যে যার মতো অনুপ্রবেশকারীদের সহযোগিতা করে দলে ভেড়াচ্ছেন। অনুপ্রবেশ ইস্যুতে বিভিন্ন জেলায় নেতায়-নেতায় দ্বন্দ্ব স্পষ্ট হয়েছে। দেখা দিয়েছে সাংগঠনিক দুর্বলতাও।

নতুন নিয়মে জেলা ও উপজেলা কমিটির তালিকা যাচাই করে চিহ্নিত করার সম্পূর্ণ ক্ষমতা থাকবে কেন্দ্রের হাতে। তারাই ঠিক করবে- কারা অনুপ্রবেশকারী এবং কাকে দলে জায়গা দেওয়া হবে, কাকে বাইরে রাখা হবে।

এ বিষয়ে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম (ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত) বলেন, কারা দলের জন্য ক্ষতিকর, এখন থেকে সেটা দায়িত্বপ্রাপ্ত নেতারাই ঠিক করবেন এবং ব্যবস্থা নেবেন।

তিনি আরও বলেন, ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা মোট ২১ জন। নতুন নিয়মে তাদের ৪ ভাগে ভাগ করা হয়েছে।

যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক চার কমিটিতেই বাধ্যতামূলক থাকবেন বলে জানান তিনি।

সর্বশেষ
জনপ্রিয়