ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

আখাউড়ায় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর পেল ৭ পরিবার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:২৭, ৩ জুন ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ প্রকল্পের আওতায় ঘর পেল আরো ৭ পরিবার। আজ বুধবার(০২ জুন) সকালে উপজেলার দক্ষিণ ইউনিয়নের কেন্দুয়াই গ্রামে ইউনিয়নে ৭ টি ভূমিহীন পরিবারে মাঝে লটারির মাধ্যমে ঘর ও জায়গা বুঝিয়ে দেওয়া হয়। ঘর ও জায়গা পাওয়া ব্যক্তিরা হলেন ১,শাহ আলম মিয়া, সাং— আনন্দপুর, ২. মোঃ খোকন মিয়া, সাং— বঙ্গেরচর, ৩,মোসাম্মৎ মরিয়ম বেগম, সাং— সাহেবনগর, ৪, মোঃ হারুন হাওলাদার, সাং— আনন্দপুর, ৫, আলমগীর মিয়া, সাং— কেন্দুয়াই, ৬. জসিম মিয়া, সাং— সাহেবনগর, ৭, আব্দুল রাজ্জাক, সাং— আব্দুল্লাহপুর। এসময় আখাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ভূইয়া,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাইফুল আলম,দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জালাল উদ্দীনসহ স্থানীয় জন প্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জালাল উদ্দীন বলেন,স্থানীয় সাংসদ আইনমন্ত্রী আনিসুল হকের একক প্রচেষ্টায় প্রধান মন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের আওতায় ইউনিয়নের ৭ টি ভূমিহীন পরিবারের মাঝে ঘর ও জায়গা বুঝিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়