ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৪ ১৪৩০

আজ থেকে কোরিয়ান রেকে চলবে সুবর্ণ এক্সপ্রেস

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:৪০, ৬ জুন ২০২৩  

আজ থেকে কোরিয়ান রেকে চলবে সুবর্ণ এক্সপ্রেস

আজ থেকে কোরিয়ান রেকে চলবে সুবর্ণ এক্সপ্রেস

চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করা আন্তঃনগর সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের রেক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। আজ মঙ্গলবার থেকে নতুন এই রেক নিয়ে চলবে ট্রেনটি।

গতকাল সোমবার বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের চিফ অপারেটিং সুপারিন্টেন্ডেন্ট মোহাম্মদ আবু বকর সিদ্দিকী স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, সম্মানিত যাত্রী সাধারণের স্বাচ্ছন্দ্যে ভ্রমণের সুবিধার্থে চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করা সুবর্ণ এক্সপ্রেস ট্রেন কোরিয়া থেকে সদ্য আমদানি করা নতুন কোচ দ্বারা পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ট্রেন দুটির নম্বর হচ্ছে ৭০১ ও ৭০২। প্রতিস্থাপিত নতুন কোরিয়ান রেক দ্বারা আগামী ৬ জুন থেকে সুবর্ণ এক্সপ্রেস ট্রেন পরিচালনা করা হবে।

নতুন রেকে সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের ৩৬টি বগির ওপর থাকবে ১৮টি কোচ। পুরো রেকের আসন সংখ্যা হবে ৮৯০টি।

সর্বশেষ
জনপ্রিয়