ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

আজ রাত ১১টা থেকে মোবাইল সেবা বিঘ্নিত হতে পারে

তথ্যপ্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১১:২০, ২ এপ্রিল ২০২১  

ফাইল ছবি

ফাইল ছবি

মোবাইল অপারেটরদের তরঙ্গ পুনর্বিন্যাসের জন্য আজ বৃহস্পতিবার রাত ১১টা থেকে পরদিন শুক্রবার সকাল ৭টা পর্যন্ত টেলিযোগাযোগ সেবা বিঘ্নিত হতে পারে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, গ্রামীণফোন, রবি ও বাংলালিংকের জন্য নতুন করে ২৭ দশমিক চার মেগাহার্টজ তরঙ্গ দেয়া হয়েছে। তাদের আগের তরঙ্গের সঙ্গে এই তরঙ্গ দুই ধাপে একত্রীকরণ করা হচ্ছে। যার কারণে সব মোবাইল অপারেটরদের তরঙ্গ পরিবর্তন হবে।

এজন্য প্রথম ধাপে আগামীজ রাত ১১টা থেকে পরদিন সকাল ৭টা পর্যন্ত। দ্বিতীয় ধাপে ৭ এপ্রিল রাত ১১টা থেকে ৮ এপ্রিল সকাল ৭টা পর্যন্ত টেলিযোগাযোগ সেবা বিঘ্নিত হতে পারে।

গত ৮ মার্চ নিলামের মাধ্যমে এক হাজার ৮০০ মেগাহার্টজ ব্যান্ডে ৭ দশমিক ৪ মেগাহার্টজ ও ২ হাজার ১০০ মেগাহার্টজ ব্যান্ডে ২০ মেগাহার্টজসহ সর্বমোট ২৭ দশমিক ৪ মেগাহার্টজ তরঙ্গ টেলিসেবা প্রতিষ্ঠান গ্রামীণফোন, রবি ও বাংলালিংককে বরাদ্দ দেয়া হয়েছে।

সর্বশেষ
জনপ্রিয়