ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

আদালত চত্বর থেকে জজের কোরবানির গরু চুরি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯:৪৯, ১৩ জুলাই ২০২২  

মহানগর দায়রা জজ আদালত, সিলেট। ফাইল ছবি

মহানগর দায়রা জজ আদালত, সিলেট। ফাইল ছবি

সিলেটে আদালত চত্বর থেকে জজের কোরবানির গরু চুরির ঘটনা ঘটেছে। গরুটি চুরি যাওয়ায় কোরবানি দিতে পারেননি সিলেটের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মশিউর রহমান চৌধুরী। গত রোববার ঈদের দিন সকালে এ ঘটনা ঘটেছে। 

সিলেটের সরকারি কৌঁসুলি রাজ উদ্দিন বলেন, ঈদের দিন সকালে বিচারকসহ অন্যরা আদালত চত্বরে গরুটি রেখে ঈদের জামাতে গিয়েছিলেন। কিন্তু এসে দেখেন গরুটি নেই।

তিনি বলেন, ‌‘এটি খুবই আশ্চর্যের ঘটনা। আদালত চত্বর থেকে কীভাবে একটি গরু চুরি হয়ে গেল তার কোনো হদিস পাওয়া গেল না।’

বৃহস্পতিবার থেকে ছুটি থাকায় ঘটনাটি জানাজানি হয়নি। তবে মঙ্গলবার এ ঘটনা নিয়ে আদালত চত্বরে আলাপ আলোচনা হচ্ছিল বলে জানান রাজ উদ্দিন।

এ বিষয়ে সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান বলেন, আমিও এ ঘটনা শুনেছি। বিষয়টি খুবই বিব্রতকর। ঘটনাটি খুব একটা জানাজানি হোক তা আমরা কেউই চাচ্ছি না।

এ ব্যাপারে সিলেট কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ জানান, এ ঘটনায় মামলা হয়েছে। ঘটনাটি তদন্ত হচ্ছে।  

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়