ঢাকা, বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

আবারও কমলো ব্রয়লার মুরগির দাম

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:২৮, ২৭ মার্চ ২০২৩  

আবারও কমলো ব্রয়লার মুরগির দাম

আবারও কমলো ব্রয়লার মুরগির দাম

ধারাবাহিকভাবে বাড়ার পর আবার গত তিনদিনে ব্রয়লার মুরগির দাম কেজিপ্রতি ৫০ থেকে ৬০ টাকা পর্যন্ত কমেছে। রমজান শুরুর আগে থেকেই বাজারে ব্রয়লার মুরগির দাম হু হু করে কয়েক দফায় বেড়ে যায়। 

গতকাল রোববার (২৬ মার্চ) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি ২২০-২৩০ টাকা দরে বিক্রি হচ্ছে, যা রোজা শুরুর আগের দিন ৩০০ টাকা ছুঁই ছুঁই করছিল। পোলট্রি খাতের শীর্ষস্থানীয় চার প্রতিষ্ঠান খামার পর্যায়ে ব্রয়লার মুরগির দাম ১৯০-১৯৫ টাকা কেজি নির্ধারণের পরই বাজারে ভোক্তা পর্যায়ে দাম কমতে শুরু করে।

একইদিন বাজারে প্রতি ডজন ফার্মের ডিম বিক্রি হচ্ছে ১৪০ টাকায়। পাড়া-মহল্লার মুদি দোকানে ডিমের হালি এখন ৪৭-৪৮ টাকা। কোথাও ৫০ টাকাও রাখা হচ্ছে।

ব্যবসায়ীরা বলছেন, মুরগির দাম নির্ধারিত করে দিয়েছে সরকার। ফলে এর থেকে বেশি বিক্রির কোনো সুযোগ নেই।

সর্বশেষ
জনপ্রিয়