ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ইউরো কাপ: ডেনমার্ককে হারিয়ে ফাইনালে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১০:২২, ৮ জুলাই ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নির্ধারিত সময়ে সমতায় থাকার পর অতিরিক্ত সময়ে গড়াল ম্যাচ। সেখানে খলনায়ক হতে হতে নায়ক বনে গেলেন হ্যারি কেন। তাতে ডেনমার্ককে হারিয়ে ইউরোর ফাইনালে ইতালির মুখোমুখি হওয়ার টিকেট কেটেছে ইংল্যান্ড।

আসছে রোববার বাংলাদেশ সময় রাত ১টায় ট্রফির মঞ্চে ইতালির বিপক্ষে নামবে ইংল্যান্ড। আজ্জুরিরা প্রথম সেমিফাইনালে স্পেনকে টাইব্রেকারে হারিয়ে সেরা দুইয়ে এসেছে।

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে বুধবার রাতে ইউরোর দ্বিতীয় সেমিফাইনালে নির্ধারিত সময়ে ১-১ থাকা খেলায় অতিরিক্ত সময়ে ২-১ গোলে জিতে প্রথমবারের মতো প্রতিযোগিতাটির ফাইনালে ওঠার স্বাদ পেয়েছে ইংল্যান্ড।

প্রায় ছয় দশক পর কোনো বড় টুর্নামেন্টের ফাইনালে উঠল ইংলিশরা। কোচ গ্যারেথ সাউথগেটের মুখের হাসি কেড়ে ম্যাচের ৩০ মিনিটে লিড নিয়েছিল ডেনিশরা। দর্শনীয় ফ্রি-কিকে ইংলিশ জালে আসরে প্রথম গোলটি জড়ান মাইকেল ড্যামসগার্ড।

ডেনিশ গোলরক্ষক ক্যাসপের স্মাইকেল পরে ইংলিশদের দারুণ দুটি প্রচেষ্টা ঠেকিয়ে লিড রেখেই বিরতিতে যাওয়ার আভাস দিয়েছিলেন। কিন্তু ৩৯ মিনিটে আর ঠেকাতে পারেননি। যখন সতীর্থ ও অধিনায়ক সিমন কায়ের প্রতিপক্ষ আক্রমণ বিপদমুক্ত করতে যেয়ে নিজেদের জালেই বল জড়িয়ে দিলেন।

মধ্যবিরতির পর ফিরে ইংল্যান্ড গোলরক্ষক জর্ডান পিকফোর্ড যেমন পরীক্ষা দিয়েছেন, ডেনমার্ক গোলরক্ষক ক্যাসপের স্মাইকেলকে পরীক্ষা দিতে হয়েছে তারচেয়ে বেশিই। নির্ধারিত সময়ের শেষভাগে তিনটি ও অতিরিক্ত সময়ের প্রথমভাগে দুটি জোড়াল আক্রমণে দেয়াল হয়ে দাঁড়ান তিনি।

অতিরিক্ত সময়েও ক্যাসপের স্মাইকেলই নায়ক হতে পারতেন, খলনায়ক হতে যাচ্ছিলেন ইংলিদেশ তারকা খেলোয়ড় কেন। ম্যাচের ১০৪ মিনিটে কেনের পেনাল্টি শট ঠেকিয়ে দিয়েছিলেন স্মাইকেল, কিন্তু বলের নিয়ন্ত্রণ রাখতে পারেননি। ফিরতি শটে জাল খুঁজে নেন কেন। ওই গোলেই আসে জয়।

সর্বশেষ
জনপ্রিয়