ঢাকা, মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

ইউরো চ্যাম্পিয়নশিপে বেলজিয়ামের কাছে হেরে পর্তুগালের বিদায়

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১০:০২, ২৮ জুন ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রুবেন ডায়াজের নেয়া হেডটা যদি কুর্তোয়ার হাতে না চলে যেতো! গুরেইরার শটটা যদি বারে লেগে ফিরে না আসতো? ফেলিক্সের শেষমুহুর্তের শটটা যদি গোলপোস্টের বাইরে দিয়ে চলে না যেতো?

এমন অসংখ্য প্রশ্ন নিশ্চয়ই ঘুরপাক খাবে পর্তুগালের ফুটবলারদের মনে।

অথচ ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই ছিল পর্তুগিজদের হাতে। একের পর এক আক্রমনও করে গেছে তারা। একের পর এক বদলি নামিয়েছে। কিন্তু কাজের কাজটাই হয়নি।

ফলে, চলমান ইউরো চ্যাম্পিয়নশিপের রাউন্ড অব সিক্সটিন থেকেই বিদায় নিতে হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগালকে।

এর আগে ম্যাচের একমাত্র গোলটি করেন বেলজিয়ামের থোরগান হ্যাজার্ড। ৪২ মিনিটে লুকাকুর কাছ থেকে বল পেয়েই গোলার মতো শটে পরাস্ত করেন পর্তুগিজ গোলকিপার রুই প্যাট্রিসিওকে।

১-০ লিড নিয়েই বিরতিতে যায় বেলজিয়াম। দ্বিতীয়ার্ধ্বে ফিরেই তারা হারায় মাঝমাঠের প্রাণ কেভিন ডি ব্রুইনাকে। চোট পেয়ে মাঠ ছাড়েন তিনি।

ডি ব্রুইনা বেরিয়ে যাবার পরই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় পর্তুগাল। বেশ কয়েকবার কাউন্টার এ্যাটাকও করে বেলজিয়াম। লুকাকু-হ্যাজার্ড কিংবা শেষমুহুর্তে বদলি নামা ইয়ানিক কারাসকো, কাউন্টার অ্যাটাকে গিয়েও বল জালে পাঠাতে পারেন নি।

তারপরও শেষ হাসিটা হেসেছে ফুটবল দুনিয়ার এক নাম্বার দল বেলজিয়াম। আর হতাশায় কুঁকড়ে বিষন্ন মনে মাঠ ছেড়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল।

কোয়ার্টার ফাইনালে ইতালির মুখোমুখি হবে বেলজিয়াম।

সর্বশেষ
জনপ্রিয়