ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

করোনাভাইরাস

ইতালিতে সুস্থ হলেন এক লাখ ১২ হাজার ৫৪১ জন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০:৩৪, ১৪ মে ২০২০  

ইতালিতে প্রাণঘাতী করোনাভাইরাস থেকে মুক্তি পেয়েছেন এক লাখেরও বেশি মানুষ। দেশটিতে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন তিনি হাজার ৫০২ জন করোনা রোগী। এ নিয়ে দেশটিতে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন এক লাখ ১২ হাজার ৫৪১ জন। 

এ দিকে ইতালির সিভিল প্রটেকশন এজেন্সি জানিয়েছে, গত বুধবার করোনায় প্রাণ হারিয়েছেন ১৯৫ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ৩১ হাজার ১০৬ জনে দাঁড়িয়েছে। বুধবার দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৮৮৮ জন। ইতালিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২ লাখ ২২ হাজার ১০৪ জন।

ইতালিতে করোনায় আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ আছেন ৮৯৩ আর চিকিৎসাধীন রয়েছেন ৭৮ হাজার ৪৫৭ জন।

ইতালিতে করোনায় সংক্রমণের হার কমতে থাকায় গত সপ্তাহের সোমবার থেকে লকডাউন শিথিল করা হয়েছে। এরপর থেকে প্রায় দীর্ঘ দুই মাস পর ঘরের বাহিরে আসার সুযোগ পায় ইতালির নাগরিকরা। পুনরায় চালু হয়েছে উৎপাদন শিল্প, নির্মাণ খাত, পাইকারি দোকান, ফুল-ফলের দোকান।

সর্বশেষ
জনপ্রিয়