ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ইতিহাসের আজকের দিনে (১ জুন)

ফিচার ডেস্ক

প্রকাশিত: ১৪:৩৮, ১ জুন ২০২১  

ফাইল ছবি

ফাইল ছবি

আজ ০১ জুন ২০২১, মঙ্গলবার, ১৮ জ্যৈষ্ঠ ১৪২৮ বঙ্গাব্দ, ১৯ শাওয়াল ১৪৪২। গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে বছরের ১৫২ তম দিন। বছর শেষ হতে আরো ২১৩ (অধিবর্ষে ২১৪) দিন বাকি রয়েছে।  

আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই।

চলুন এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু বিষয়-   

ইতিহাসের পাতায় আজকের দিনটি
১৫৩৩ - অ্যান বোলেইন ইংল্যান্ডের রানির মুকুট গ্রহণ করেন।
১৮৭৪ - ইষ্ট ইণ্ডিয়া কোম্পানি আজকের দিনে বিলুপ্ত হয়।
১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় চিলি।
১৯৮০ - সিএনএন স্যাটালাইট টেলিভিশনের সম্প্রচার শুরু।
১৯৮১ - বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা।
১৯৯০ - জর্জ ডব্লিউ বুশ ও মিখাইল গর্বাচভ রাসায়নিক অস্ত্রবিরতি চুক্তিতে স্বাক্ষর করেন।
২০০১ - নেপালের যুবরাজ দীপেন্দ্রর ব্রাশ ফায়ারে রাজা-রানী সপরিবারে নিহত।
২০০৯ - এয়ার ফ্রান্স ফ্লাইট ৪৪৭ ব্রাজিলের কাছে আটলান্টিক সাগরে আছড়ে পরে, ২২৮জন যাত্রী এবং কর্মচারীর সকলে নিহত হন।

ইতিহাসের এই দিনে যাদের জন্ম
১৮৪২ -সত্যেন্দ্রনাথ ঠাকুর ,বাঙালি লেখক, সংগীতস্রষ্টা ও ভাষাবিদ ও ইন্ডিয়ান সিভিল সার্ভিসে যোগদানকারী প্রথম ভারতীয়। 
১৮৯০ - ফ্রাঙ্ক মরগান, মার্কিন অভিনেতা।  
১৮৯২ - আমানউল্লাহ খান, তিনি ছিলেন আফগানিস্তানের শাসক। 
১৯০৬ - কবি ছান্দসিক আবদুল কাদির।
১৯১৭ - উইলিয়াম নোল্স, মার্কিন রসায়নবিদ। 
১৯২৬ - মেরিলিন মনরো মার্কিন চলচ্চিত্র অভিনেত্রী ও পপ আইকন। 
১৯৩০ - ম্যাট পুর, নিউজিল্যান্ডের ক্রিকেটার।
১৯৩০ - মোহাম্মদ আবদুল মমিন, বাংলাদেশী মুক্তিযোদ্ধা, বীর প্রতীক খেতাব প্রাপ্ত। 
১৯৩৪ - মোহিত চট্টোপাধ্যায় ভারতীয় কবি, নাট্যকার ও চিত্রনাট্যকার । 
১৯৩৪ - এ. টি. এম. আফজাল, বাংলাদেশের ৮ম প্রধান বিচারপতি।
১৯৩৫ - মোহাম্মদ ইব্রাহিম, বাংলাদেশী মুক্তিযোদ্ধা, বীর বিক্রম খেতাব প্রাপ্ত। 
১৯৩৫ - বিমলকৃষ্ণ মতিলাল, বাঙালি দার্শনিক অধ্যাপক। 
১৯৩৭ - মরগান ফ্রিম্যান, মার্কিন অভিনেতা, চলচ্চিত্র পরিচালক এবং নির্দেশক।
১৯৪১ - মোঃ রুহুল আমিন, বাংলাদেশের ১৫তম প্রধান বিচারপতি।
১৯৪৭ - জনাথন প্রাইস, ওয়েলসীয় অভিনেতা ও গায়ক।
১৯৫০ - অনুপম হায়াৎ।
১৯৬৩ - কুমার বিশ্বজিৎ বাংলাদেশি একজন সঙ্গীতশিল্পী।
১৯৬৩ - উম্মে কুলসুম স্মৃতি, বাংলাদেশী রাজনীতিবিদ ও সংরক্ষিত নারী আসন-৪ এর সংসদ সদস্য।
১৯৬৫ - নাইজেল শর্ট, ইংরেজ দাবা খেলোয়াড়।
১৯৬৮ - সেলিনা বেগম, বাংলাদেশী রাজনীতিবিদ ও সংরক্ষিত নারী আসন-৬ এর সংসদ সদস্য।
১৯৭০ - মাহফুজুর রহমান, বাংলাদেশী রাজনীতিবিদ ও চট্টগ্রাম-৩ আসনের সংসদ সদস্য।
১৯৭৩ - শফিউদ্দিন আহমেদ, বাংলাদেশী সাবেক ক্রিকেটার।
১৯৭৬ - শাহরিয়ার হোসেন, বাংলাদেশী সাবেক ক্রিকেটার।
১৯৮৩ - সালমা খাতুন, বাংলাদেশের প্রথম নারী ট্রেন চালক।
১৯৮৪ - ঈশানী কৌশল্যা, শ্রীলঙ্কান প্রমিলা ক্রিকেটার।
১৯৮৫ - দিনেশ কার্তিক, ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার।
১৯৯১ - রাজেশ্বরী গায়কোয়াড়, ভারতীয় আন্তর্জাতিক প্রমিলা ক্রিকেটার।

ইতিহাসের এই দিনে যাদের মৃত্যু
১৯৩ - ডিডিয়াস জুলিয়াস, রোমান সম্রাট।
১৮৪২ - শিক্ষাবিদ ডেভিড হেয়ার।
১৮৬৮ - জেমস বিউকানান, মার্কিন যুক্তরাষ্ট্রের পঞ্চদশ রাষ্ট্রপতি। 
১৯৪৩ - লেসলি হাওয়ার্ড, ইংরেজ অভিনেতা, পরিচালক ও প্রযোজক। 
১৯৬৮ - হেলেন কেলার, মার্কিন লেখিকা ও রাজনৈতিক কর্মী। 
১৯৬৯ - তফাজ্জল হোসেন মানিক মিয়া, দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক। 
১৯৭৮ - উর্দু লেখক চলচ্চিত্রকার খাজা আহমদ আব্বাস।
১৯৯৬ - নীলম সঞ্জীব রেড্ডি, ভারতের ৬ষ্ঠ রাষ্ট্রপতি। 
১৯৯৮ - সাতারু ব্রজেন দাস।
২০০১ - অ্যালেক্স জেমস, স্কটল্যান্ডীয় ফুটবল খেলোয়াড়। 
২০০১ - বীরেন্দ্র বীর বিক্রম শাহ দেব, নেপালের রাজা। 
২০০২ - হানসি ক্রনিয়ে, দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দলের সাবেক অধিনায়ক। 
২০০৮ - লিন ফুলস্টন, অস্ট্রেলীয় প্রমিলা আন্তর্জাতিক ক্রিকেটার। 
২০২০ - বলিউডের সংগীত পরিচালক ওয়াজিদ খান।
 
দিবস
শিশু দিবস (আন্তর্জাতিক)
বিশ্ব দুগ্ধ দিবস (২০০১ সাল থেকে)
বিজয় দিবস (তিউনিশিয়া)

সর্বশেষ
জনপ্রিয়