ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ইতিহাসের আজকের দিনে (৩১ মে)

ফিচার ডেস্ক

প্রকাশিত: ১৫:২৬, ৩১ মে ২০২১  

ফাইল ছবি

ফাইল ছবি

আজ ৩১ মে ২০২১, সোমবার, ১৭ জ্যৈষ্ঠ ১৪২৮ বঙ্গাব্দ, ১৮ শাওয়াল ১৪৪২। গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে বছরের ১৫১ তম দিন। বছর শেষ হতে আরো ২১৪ (অধিবর্ষে ২১৫) দিন বাকি রয়েছে।

আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই।

চলুন এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু বিষয়-   

ইতিহাসের পাতায় আজকের দিনটি
১৭৯০ - মার্কিন কপিরাইট আইন কার্যকর হয়।
১৮৫৮ - ওয়েস্টমিনিস্টার জুড়ে প্রথম ধ্বনিত হয়েছিল বিগ বেনের শব্দ।
১৮৬৬ - দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়।
১৮৮৯ - প্যারিসের আইফেল টাওয়ার উদ্বোধন।
১৯০২ - বোয়ের যুদ্ধের অবসান হয়।
১৯১০ - দক্ষিণ আফ্রিকান ইউনিয়ন গঠিত।
১৯৩২ - জাপানের প্রধানমন্ত্রী কি ইনুকাই নিহত হন।
১৯৩৫ - কোয়েটায় ভূমিকম্পে ৫০ হাজার লোকের মৃত্যু।
১৯৪১ - জার্মানিতে গোথিক হরফ নিষিদ্ধ ও রোমান হরফ চালু হয়।
১৯৫২ - ভলগা ডন খালের উদ্বোধন।
১৯৬১ - দক্ষিণ আফ্রিকা প্রজাতন্ত্র ঘোষিত হয়।
১৯৮৯ - দক্ষিণ কোরিয়া রানার্স আপ।
২০০২ - বিশ্বকাপ ফুটবল।
২০০২ - দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে উদ্বোধন।

ইতিহাসের এই দিনে যাদের জন্ম
১৫৭৭ - নূর জাহান, মুঘল সম্রাজ্ঞী ও সম্রাট জাহাঙ্গীরের প্রধান মহিষী ছিলেন। 
১৭২৫ - অহল্যাবাঈ হোলকার, ভারতের মারাঠা মালওয়া রাজ্যের হোলকর রাণী। 
১৮১৯ - ওয়াল্ট হুইটম্যান, মার্কিন কবি, প্রাবন্ধিক ও সাংবাদিক। 
১৮৩৪ - কৃষ্ণচন্দ্র মজুমদার, ঊনবিংশ শতকের বাঙালি কবি ও পত্রিকা সম্পাদক। 
১৮৬০ - চিত্রশিল্পী ওয়াল্টার সিকার্ট
১৯০৮ - ডন আমিচি, মার্কিন অভিনেতা ও কৌতুকাভিনেতা। 
১৯১২ - চিয়েন-শিউং উ, চীনা-মার্কিন পদার্থবিজ্ঞানী যিনি তেজস্ক্রিয়তা গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।  
১৯১৫ - অস্টেলিয়ান কবি ও পরিবেশবিদ জুডিথ রাইট।
১৯২২ - ডেনহোম এলিয়ট, ইংরেজ অভিনেতা। 
১৯২৬ - প্রবীর কুমার সেন খ্যাতনামা ভারতীয় টেস্ট ক্রিকেটারদের মধ্যে প্রথম বাঙালি যিনি ১৯৪৮ থেকে ১৯৫২ পর্যন্ত ১৪ টি টেস্টে দেশের প্রতিনিধিত্ব করেছিলেন। 
১৯২৮ - পঙ্কজ রায়, ঢাকায় জন্মগ্রহণকারী তৎকালীন বেঙ্গল প্রেসিডেন্সির প্রথিতযশা ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন। 
১৯৩০ - ক্লিন্ট ইস্টউড, মার্কিন চলচ্চিত্র পরিচালক, অভিনেতা, প্রযোজক এবং কম্পোজার।
১৯৪৫ - রাইনার ভের্নার ফাসবিন্ডার, পশ্চিম জার্মান চলচ্চিত্র নির্মাতা, অভিনেতা, নাট্যকার, মঞ্চ পরিচালক, সুরকার, চিত্রগ্রাহক, সম্পাদক ও প্রাবন্ধিক। 
১৯৪৬ - স্টিভ বাকনর, জ্যামাইকার মন্টেগো বে এলাকার জন্মগ্রহণকারী সাবেক ও বিখ্যাত আন্তর্জাতিক ক্রিকেট আম্পায়ার।
১৯৪৯ - টম বেরেঞ্জার, মার্কিন অভিনেতা।
১৯৬৩ - ভিক্টর অরবান, হাঙ্গেরির বিশিষ্ট ডানপন্থী রাজনীতিবিদ।
১৯৬৫ - ব্রুক শিল্ডস, আমেরিকান অভিনেত্রী, সুপারমডেল ও সাবেক শিশু তারকা।
১৯৬৬ - রোশন মহানামা, সাবেক শ্রীলঙ্কান আন্তর্জাতিক ক্রিকেটার।
১৯৮৪ - মিলোরাদ কেভিচ, সার্বিয়ান সাঁতারু।

ইতিহাসের এই দিনে যাদের মৃত্যু
১৮৩২ - এভারিস্ত গালোয়া, ফরাসি গণিতবিদ।
১৯১০ - এলিজাবেথ ব্ল্যাকওয়েল, ব্রিটিশ চিকিৎসক। 
১৯৬৮ - অমিয়চরণ ব্যানার্জি, ভারতীয় বাঙালি গণিতবিদ। 
১৯৮৬ - জেমস রেইনওয়াটার, মার্কিন পদার্থবিজ্ঞানী। 
২০০২ - সুভাষ গুপ্তে, ভারতীয় ক্রিকেটার। 
২০০৪ - বিক্রমণ নায়ার, বিশিষ্ট সাংবাদিক ও অধ্যাপক। 
২০০৬ - রেইমন্ড ডেভিস জুনিয়র, মার্কিন রসায়ন ও পদার্থবিজ্ঞানী। 
২০১৪ - মার্থা হাইয়ার, মার্কিন অভিনেত্রী। 
২০২০ - আবদুল মোনেম, বাংলাদেশি ব্যবসায়ী ও শিল্পপতি। 
দিবস
বিশ্ব তামাকমুক্ত দিবস

সর্বশেষ
জনপ্রিয়