ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৫ ১৪৩০

ইতিহাসের আজকের দিনে (৭ জুন)

ফিচার ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৫, ৭ জুন ২০২১  

ফাইল ছবি

ফাইল ছবি

আজ ০৭ জুন ২০২১,  সোমবার, ২৪ জ্যৈষ্ঠ ১৪২৮ বঙ্গাব্দ, ২৫ শাওয়াল ১৪৪২। গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে বছরের ১৫৮ তম দিন। বছর শেষ হতে আরো ২০৭ (অধিবর্ষে ২০৯) দিন বাকি রয়েছে।     

আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই।

চলুন এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু বিষয়-   

ইতিহাসের পাতায় আজকের দিনটি
১০৯৯ - ক্রুসেডাররা জেরুজালেমে প্রবেশ করে।
১৪১৩ - নেপলসের রাজা ল্যাডিস্ল রোম দখল করেন।
১৫৪৬ - আরড্রেস শান্তিচুক্তির মাধ্যমে ফ্রান্স ও স্কটল্যান্ডের সঙ্গে ইংল্যান্ডের যুদ্ধাবসান ঘটে।
১৫৫৭ - ইংল্যান্ড ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
১৬৫৪ - ষোড়শ লুই ফ্রান্সের রাজা হিসেবে অভিষিক্ত হন।
১৭৬৫ - উত্তর পারস্যে ভূমিকম্পে ৪০ হাজার লোক মৃত্যুবরণ করে।
১৮১০ - নবাব সৈয়দ জিনে উদ্দিন বাংলার মসনদে আরোহণ করেন।
১৮৭৯ - ল্যাটিন আমেরিকার তিনটি দেশ পেরু, চিলি ও বলিভিয়ার মধ্যে পাঁচ বছরের যুদ্ধ শুরু হয়।
১৯০৪ - সুইডেনের কাছ থেকে নরওয়ে স্বাধীনতা লাভ করে।
১৯৬৬ - ছয় দফার সমর্থন ও পূর্ণ আঞ্চলিক স্বায়ত্তশাসনের দাবিতে পূর্ব বাংলায় হরতাল পালিত হয়। পুলিশের গুলিতে ১১ জন নিহত ও শত শত আহত হয়।
১৯৭১ - মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান সরকার কর্তৃক ৫শ’ ও ১শ’ টাকার নোট বাতিল ঘোষণা করা হয়।
১৯৭৩ - বাংলাদেশের পার্বত্যাঞ্চলে সন্তু লারমার নেতৃত্বে শান্তিবাহিনী গঠিত হয়।
১৯৭৫ - ইংল্যান্ডে প্রথম বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হয়।
১৯৮০ - ইহুদিবাদী ইসরাইলের জঙ্গীবিমানগুলো ইরাকের রাজধানী বাগদাদের কাছে অবস্থিত ইরাকী পারমাণবিক স্থাপনায় এক আগ্রাসী অভিযান চালিয়ে তা ধ্বংস করে দেয়।
১৯৮৮ - বাংলাদেশের সংসদে সংবিধানের অষ্টম সংশোধনী গৃহীত হবার মাধ্যমে পবিত্র ইসলাম ধর্মকে বাংলাদেশের রাষ্ট্রধর্ম ঘোষণা করা হয়।
১৯৮৯ - সুরিনামে বিমান দুর্ঘটনায় ১৬২ জন মৃত্যুবরণ করে।
১৯৯১ - পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় ২শ’ যাত্রীর প্রাণহানি ঘটে।
১৯৯২ - আজারবাইজানে প্রথম বহুদলীয় প্রেসিডেন্ট নির্বাচনে এবুলতাজ এলসিব জয়লাভ করেন।

ইতিহাসের এই দিনে যাদের জন্ম
১৫৬ - ওয়ু হান, তিনি ছিলেন চিনের সম্রাট।
১৫০২ - তৃতীয় জন, তিনি ছিলেন পর্তুগালের রাজা।
১৭৭০ - রবার্ট জেঙ্কিন্সন, তিনি ছিলেন ইংরেজ রাজনীতিবিদ ও যুক্তরাজ্য প্রধানমন্ত্রী।
১৮১১ - জেমস ইয়াং সিম্পসন, স্কটিশ ডাক্তার। 
১৮৩৭ - অ্যালোইস হিটলার, তিনি অ্যাডলফ হিটলারের বাবা।
১৮৪৩ - মার্কিন শিক্ষাব্রতী ও আমেরিকায় প্রথম কিন্ডারগার্টেন স্কুলের সূচনাকারী সুশান এলিজাবেথ ব্লো।  
১৮৪৮ - পল গোগাঁ, ঊনিশ শতকের প্রখ্যাত ফরাসি চিত্রকর। 
১৮৬২ - ফিলিপ এডুয়ার্ড আন্টন ফন লেনার্ড, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী স্লোভাক বংশোদ্ভূত জার্মান পদার্থবিজ্ঞানী।
১৮৬৮ - চার্লস রেনিয়ে ম্যাকিন্টস, তিনি ছিলেন স্কটিশ চিত্রশিল্পী ও স্থপতি।
১৮৬৮ - মোহাম্মদ আকরম খাঁ, একজন বাঙালি সাংবাদিক, রাজনীতিবিদ, সাহিত্যিক এবং ইসলামী পণ্ডিত।
১৮৭১ - খাজা সলিমুল্লাহ, ঢাকার নবাব।
১৮৭৯ -আর্নেস্ট হার্টসফিল্ড, তিনি ছিলেন জার্মানীর বিখ্যাত প্রাচ্যবিদ ও ইরান-বিশেষজ্ঞ।
১৮৯৬ - রবার্ট সেন্ডারসন মুল্লিকেন, মার্কিন পদার্থবিজ্ঞানী এবং রসায়নবিজ্ঞানী। 
১৮৯৬ - ইমরে নাগি, হাঙ্গেরির বিশিষ্ট সমাজতান্ত্রিক রাজনীতিবিদ। 
১৯০৯ - জেসিকা ট্যান্ডি, ব্রিটিশ অভিনেত্রী। 
১৯১৭ -
রাজেন তরফদার, প্রখ্যাত বাংলা চলচ্চিত্র পরিচালক,অভিনেতা ও চিত্রনাট্যকার। 
ডিন মার্টিন, তিনি ছিলেন আমেরিকান গায়ক, অভিনেতা ও প্রযোজক।
১৯২৮ - জেমস আইভরি, তিনি ছিলেন আমেরিকান পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
১৯৩১ - ভার্জিনিয়া ম্যাকেনা, ব্রিটিশ অভিনেত্রী।
১৯৩৫ - শ্যামা, ভারতীয় অভিনেত্রী। 
১৯৪৮ - জিম ওয়ালটন, আমেরিকান ব্যবসায়ী।
১৯৫২ - ওরহান পামুক, ২০০৬ সালের সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী তুর্কী সাহিত্যিক।
১৯৫২ - লিয়াম নিসন, আইরিশ চলচ্চিত্র অভিনেতা।
১৯৫৫ -রঞ্জন ঘোষাল, ভারতীয় বাঙালি সঙ্গীতশিল্পী, গায়ক,গীতিকার, লেখক ও নাট্যব্যক্তিত্ব। 
১৯৫৮ - প্রিন্স রজার্স নেলসন, বিখ্যাত মার্কিন সঙ্গীতশিল্পী। 
১৯৫৯ - মাইক পেন্স, মার্কিন রাজনীতিবিদ এবং আইনজীবি।
১৯৬৪ - গ্রেইম লেব্রয়, সাবেক শ্রীলঙ্কান আন্তর্জাতিক ক্রিকেটার।
১৯৬৫ - মাইক ফোলি, আমেরিকান লেখক, অভিনেতা, এবং সাবেক পেশাদার কুস্তিগির এবং ধারাভাষ্যকার।
১৯৭০ - কাফু, ব্রাজিলীয় ফুটবল খেলোয়াড়।
১৯৭২ - ফেরদৌস, বাংলাদেশের একজন চলচ্চিত্র অভিনেতা।

ইতিহাসের এই দিনে যাদের মৃত্যু
৮৬২ - আল-মুনতাসির, আব্বাসীয় খলিফা। 
১৩২৯ - রবার্ট ব্রুস, তিনি ছিলেন স্কটল্যান্ডের রাজা।
১৫৬৫ - হুসাইন নিজাম শাহ, তিনি ছিলেন দাক্ষিণাত্যের রাজা।
১৮২৬ - ইয়োসেফ ফন ফ্রাউনহোফার, জার্মান আলোকবিজ্ঞানী। 
১৯৩৭ - জিন হার্লো, মার্কিন চলচ্চিত্র অভিনেত্রী। 
১৯৪৮ - লুই ল্যুমিয়ের, ফরাসি চলচ্চিত্র নির্মাতা ও চলচ্চিত্রের অগ্রদূত। 
১৯৫৪ - অ্যালান টুরিং, ইংরেজ গণিতবিদ, যুক্তিবিদ ও ক্রিপ্টোবিশেষজ্ঞ। 
১৮৬৩ - রিচার্ড মার্শ হো, তিনি ছিলেন রোটারি ছাপাখানার মার্কিন উদ্ভাবক।
১৯৬৫ - জুডি হলিডে, মার্কিন অভিনেত্রী, কৌতুকাভিনেত্রী ও গায়িকা। 
১৯৬৭ - ডরোথি পার্কার, আমেরিকান কবি, লেখক, সমালোচক এবং বিদ্রুপাত্মক রচনাকার ছিলেন। 
১৯৭০ - এডওয়ার্ড মরগ্যান ফরস্টার, একজন ইংরেজ ঔপন্যাসিক, ছোটোগল্পকার ও প্রাবন্ধিক। 
১৯৭৮ - রোনাল্ড জর্জ রেফর্ড নোরিশ, ব্রিটিশ রসায়ন বিজ্ঞানী। 
১৯৮০ - হেনরি মিলার, তিনি ছিলেন আমেরিকান লেখক।
২০০২ - বসপ্পা ধনপ্পা জত্তী, ভারতের পঞ্চম ভারতের উপরাষ্ট্রপতি। 
২০১৫ - ক্রিস্টোফার লী, ইংরেজ অভিনেতা, গায়ক, লেখক এবং দ্বিতীয় বিশ্ব যুদ্ধে অংশগ্রহণকারী। 
২০১৫ - শেখ রাজ্জাক আলী, বাংলাদেশি রাজনীতিবিদ ও সাবেক স্পিকার। 

দিবস 
ঐতিহাসিক ছয় দফা দিবস, বাংলাদেশ।

সর্বশেষ
জনপ্রিয়