ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ইতিহাসের আজকের দিনের উল্লেখযোগ্য যত ঘটনা (০৭ মার্চ)

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯:১৪, ৭ মার্চ ২০২১  

ইতিহাসের আজকের দিনে

ইতিহাসের আজকের দিনে

আজ ০৭ মার্চ ২০২১, রোববার, ২২ ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ, ২২ রজব ১৪৪২। গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে বছরের ৬৬তম দিন। বছর শেষ হতে আরো ২৯৯ (অধিবর্ষে ৩০০) দিন বাকি রয়েছে।

আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই। 

চলুন এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু বিষয়-  

ইতিহাসের পাতায় আজকের দিনটি 
১৮৩৫: ব্রিটিশ রাজ ভারতে সরকারি অফিসে ফরাসি ভাষা বিলোপ করে ইংরেজি ভাষা প্রচলন করে।
১৯২৩: তৃতীয় পেশোয়ার ষড়যন্ত্র মামলা শুরু হয়।
১৯৭১: রমনার রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের মুক্তি সংগ্রামের আহ্বান জানিয়ে ঐতিহাসিক ভাষণ দেন।
১৯৭৩: বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।
১৯৮৯: ইরান ও যুক্তরাজ্যের কূটনৈতিক সর্ম্পক ছিন্ন। সালমান রুশদীকে নিয়ে দু’দেশের মধ্যে জটিলতার সৃষ্টি হয়।
১৯৯৯: যশোরে উদীচীর অনুষ্ঠানে বোমা বিস্ফোরণে দুই শতাধিক ব্যক্তি হতাহত হন।

ইতিহাসের এই দিনে যাদের জন্ম
১৮৫৭: নোবেল পুরস্কার বিজয়ী অস্ট্রিয়ান চিকিৎসক জুলিয়াস ওয়াগনার-জারেগ
১৯০৪: বাঙালি লেখক ও ঔপন্যাসিক ফাল্গুনী মুখোপাধ্যায়
১৯০৭: অখিলচন্দ্র নন্দী, ব্রিটিশবিরোধী বিপ্লবী ও সাম্যবাদী কর্মী
১৯১৪: আমেরিকান অভিনেতা জনরদনী
১৯৩১: শঙ্কু মহারাজ, প্রখ্যাত বাঙালি ভ্রমণ সাহিত্যিক
১৯৩৮: নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান জীববিজ্ঞানী ডেভিড বাল্টিমোর
১৯৪৬: ইংরেজ গায়ক, গীতিকার, কিবোর্ড প্লেয়ার ও প্রযোজক ম্যাথু ফিশার
১৯৫৪: নোবেল পুরস্কার বিজয়ী জার্মান রসায়নবিদ অটো ডিলস
১৯৫৫: ভারতীয় অভিনেতা অনুপম খের

ইতিহাসের এই দিনে যাদের মৃত্যু
১৯৩২: নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি রাজনীতিবিদ ও ফ্রান্সের প্রধানমন্ত্রী
১৯৮২: বিমল ঘোষ, শিশু সাহিত্যিক
১৯৮৮: আমেরিকান অভিনেতা রবার্ট লিভিংস্টোন মৃত্যুবরণ করেন।
১৯৯৭: নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান পদার্থবিদ এডওয়ার্ড মিল্স পারসেল
১৯৯৯: স্ট্যানলি কুব্রিক, একাডেমি অ্যাওয়ার্ড বিজয়ী মার্কিন চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক
২০১৭: কালিকাপ্রসাদ ভট্টাচার্য, একজন ভারতীয় সঙ্গীতশিল্পী, দোহার ফোক ব্যান্ড।

সর্বশেষ
জনপ্রিয়