ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ইতিহাসের পাতা থেকে : মুঘল সেনাপতি রাজা মানসিংহ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪:৩৭, ১৭ জুলাই ২০২৩  

ইতিহাসের পাতা থেকে : মুঘল সেনাপতি রাজা মানসিংহ

ইতিহাসের পাতা থেকে : মুঘল সেনাপতি রাজা মানসিংহ

আমের রাজ্যের রাজা মানসিংহ ছিলেন রাজা ভগবান দাসের পালিত পুত্র।সেনাপতি মানসিংহের জন্ম ২১ ডিসেম্বর ১৫৫০ খ্রিস্টাব্দে ভারতবর্ষের আমের রাজ্যে যা বর্তমানের রাজস্থানে অবস্থিত।আম্বরে জন্মগ্রহণকারী মীর্জা রাজা হিসেবে পরিচিত মানসিংহকে সম্রাট আকবর ফরজন্দ (পুত্র) খেতাবে ভূষিত করেন।ভগবান দাস ভারতের পাঞ্জাবের সুবাহদার অভিষিক্ত হলে মহারাজ মানসিংহ সিন্ধু নদের তীরবর্তী জেলাগুলো শাসন করেন।

প্রদেশের নিয়ম কানুন বজায় রাখার জন্য ১৫৮৫ সালে তাকে কাবুলে পাঠানো হয় এবং ১৫৮৮ সালে তিনি বিহারের সুবাহদার নিযুক্ত হন।সেইসময় পর্যন্ত কুনওয়ার হিসেবে পরিচিত মানসিংহকে ১৫৯০ সালে ‘রাজা’ খেতাব এবং পাঁচ হাজারি মনসব প্রদান করা হয়েছিল।তিনি ১৫৯৪ সালের ১৭ মার্চ থেকে ১৬০৬ সাল পর্যন্ত বাংলার সুবাহদারের দায়িত্ব পালন করেন।

১৫৯৬ সালে বারো ভূঁইয়াদের অন্যতম ঈশা খাঁর সঙ্গে মুঘল সেনাপতি রাজা মানসিংহের সংগ্রাম যুদ্ধ সংঘটিত হয়।এই যুদ্ধটি সংঘটিত হয়েছিল ব্রহ্মপুত্র ও শীতলক্ষ্যা নদীর সম্মিলনস্থলে যা বর্তমান বৃহত্তর ময়মনসিংহের গফরগাঁও উপজেলার সম্পূর্ণ দক্ষিণ প্রান্তের টাঙ্গার গ্রামে।রাজা মানসিংহ ৬ জুলাই ১৬১৪ খ্রিস্টাব্দে ৬৩ বছর বয়সে মহারাষ্ট্রের আচলপুরে মৃত্যুবরণ করেন।

সর্বশেষ
জনপ্রিয়