ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ইতিহাসের পাতায় ২৯ এপ্রিলের উল্লেখযোগ্য ঘটনা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩:৩৬, ২৯ এপ্রিল ২০২৩  

ইতিহাসের পাতায় ২৯ এপ্রিলের উল্লেখযোগ্য ঘটনা

ইতিহাসের পাতায় ২৯ এপ্রিলের উল্লেখযোগ্য ঘটনা

আজ ২৯ এপ্রিল, ২০২৩ শনিবার। ১৬ বৈশাখ, ১৪৩০। ০৮ শাওয়াল, ১৪৪৪ হিজরি। ২৯ এপ্রিল গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১১৯তম দিন। বছরটি শেষ হতে আরো ২৪৬ দিন বাকি রয়েছে।

একনজরে দেখে নিন ইতিহাসের এদিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাগুলো-

ঘটনাবলি

১৬৩৯ - দিল্লির লাল কেল্লার ভিত্তিপ্রস্তর স্থাপিত।
১৬৮২ - আজকের দিনে পিটার দ্যা গ্রেইট ১০ বছর বয়সে রাশিয়ার সম্রাট পদে অধিষ্ঠিত হন।
১৮২৭ - ফরাসি সম্রাট একাদশ চার্লস ফরাসি জাতীয় রক্ষীবাহিনীর বিলুপ্তি ঘোষণা করেন।
১৯১৯ - জালিওয়ান ওয়ালাবাগের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশ প্রদত্ত নাইট উপাধি ত্যাগ করেন।
১৯৩৯ - আজকের দিনে দিল্লির লাল কেল্লা ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়।
১৯৪৫ - ইতালিতে জার্মান বাহিনী মিত্রশক্তির কাছে আত্মসমর্পণ করে।
১৯৫৪ - তিব্বত নিয়ে ভারত ও চীনের মধ্যে পঞ্চশীল চুক্তি সম্পাদিত হয়।
১৯৯১ - বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে ভয়াবহ সামুদ্রিক ঝড়ে বহু মানুষ নিহত হয়। ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ২০০ থেকে ২২০ কিলোমিটার।
১৯৯৭ - ব্রিটেন, চীনের কাছে হংকংকে ফিরিয়ে দেয়।

জন্ম

১৮৪৮ - ভারতীয় চিত্রশিল্পী রাজা রাভি ভার্মা।
১৮৫৪ - অঁরি পোয়াঁকারে, ফরাসি গণিতবিদ, তাত্ত্বিক পদার্থবিদ ও দার্শনিক।
১৮৬৫ - বিশ্বজনীন ত্রিভাষিক ইতালিয়ান-স্লোভেনিয়ান স্থপতি ম্যাক্স ফেভিয়ানি।
১৯০১ - জাপানের সম্রাট হিরোহিতো।
১৯০৯ - বিপ্লবী রবি নিয়োগী।
১৯৩৬ - আর্জেন্টিনার কবি আলেহানদ্রা পিসারনিক।

মৃত্যু

১৯৪৫ - মুসোলিনী।
১৯৯৬ - ওস্তাদ আবেদ হোসেন খান।
১৯৮০ - স্যার আলফ্রেড যোসেফ হিচকক, ইংরেজ চলচ্চিত্র নির্দেশক ও প্রযোজক ছিলেন।
২০০৫ - লিওনিদ খাচিয়ান, আর্মেনীয়-বংশোদ্ভুত রুশ গণিতবিদ ও কম্পিউটার বিজ্ঞানী।
২০০৬ - জন কেনেথ গলব্রেইথ, মার্কিন অর্থনীতিবিদ।

সর্বশেষ
জনপ্রিয়