ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৪ ১৪৩০

ইনস্টাগ্রামে আসছে ট্রান্সলেশন নামের নতুন ফিচার

তথ্যপ্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১১:২৯, ২৬ জুলাই ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইনস্টাগ্রামের স্টোরি ফিচারটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ফিচারটির ব্যবহার আরো ব্যবহার সহজলভ্য করে তুলতে নতুন উদ্যে‌াগ নিয়েছে প্রতিষ্ঠানটি।

২২ জুলাই ছবি শেয়ারিং প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে অটোমেটিক টেক্সট ট্রান্সলেশন নামের নতুন একটি ফিচার চালু করা হয়েছে। এই ফিচারের মাধ্যমে যে কেউ বিদেশি ভাষার কনটেন্ট বুঝতে পারবেন।

নতুন এই ফিচার শুধু ইনস্টাগ্রাম স্টোরির জন্য প্রযোজ্য। এর মাধ্যমে ওই বিদেশির দেওয়া লিখিত অংশটি স্বয়ংক্রিয়ভাবে সংশ্লিষ্ট ব্যবহারকারীর ভাষায় রূপান্তরিত হবে।

ইনস্টাগ্রামে এই সুবিধা পেতে সেটিংস বা অন্য কোনো অপশনে গিয়ে ফিচারটি চালু করার প্রয়োজন হবে না। এই ফিচার বিদেশি ভাষা দেখামাত্রই স্বয়ংক্রিয়ভাবে নিজের ভাষায় অনুবাদ করবে।

সর্বশেষ
জনপ্রিয়