ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৪ ১৪৩০

ইসরায়েলে নিজেদের দূতাবাস স্থাপন করবে আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:১১, ২৫ জানুয়ারি ২০২১  

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

মধ্যপ্রাচ্যের ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরায়েলের তেল আবিবে নিজেদের দূতাবাস স্থাপনের সিদ্ধান্ত অনুমোদন করেছে কথিত ইসলামি রাষ্ট্র সংযুক্ত আরব আমিরাত। রবিবার (২৪ জানুয়ারি) দেশটির মন্ত্রিসভার বরাতে খবরটি জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

গত বছর আগস্টে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি করে আমিরাত ও ইসরায়েল। মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব মোকাবিলায় এই সমঝোতা হয়।

আমিরাতের পথ ধরে বাহরাইন, সুদান ও মরক্কো ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে। এসব চুক্তির মধ্যস্থতা করেছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।

তেল আবিবে দূতাবাস স্থাপনের সিদ্ধান্ত অনুমোদনের কথা রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে উল্লেখ করা হলেও বিষয়টি নিয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।

ইসরায়েল জেরুজালেমকে নিজেদের রাজধানী হিসেবে বিবেচনা করে। যদিও অধিকাংশ আন্তর্জাতিক সম্প্রদায় জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়নি। ফিলিস্তিনিরা পূর্ব জেরুজালেমকে ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হিসেবে দাবি করে আসছে। ইসরায়েলে বেশিরভাগ দেশের দূতাবাস তেল আবিবে অবস্থিত।

সর্বশেষ
জনপ্রিয়