ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ইসলামী বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষায় ভর্তিচ্ছুদের ব্যবহারিক পরীক্ষা যেদিন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:৪৭, ২৬ অক্টোবর ২০২২  

ইসলামী বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষায় ভর্তিচ্ছুদের ব্যবহারিক পরীক্ষা যেদিন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষায় ভর্তিচ্ছুদের ব্যবহারিক পরীক্ষা যেদিন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ‘শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান’ বিভাগে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৬ নভেম্বর। 

গতকাল মঙ্গলবার (২৫ অক্টোবর) বিভাগটির ভর্তি পরীক্ষা কমিটির সমন্বয়কারী অধ্যাপক ড. মিজানুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা যায়, গত ২৮ আগস্ট স্বতন্ত্র পদ্ধতিতে শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা (বহুনির্বাচনি) অনুষ্ঠিত হয়। ১৭ সেপ্টেম্বর পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণদের ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য বলা হয়েছে।

বিজ্ঞপ্তি সূত্রে, ব্যবহারিক পরীক্ষার জন্য ৬ নভেম্বর সকাল ১০টায় বিজ্ঞান অনুষদের ডিনের কার্যালয়ে ভর্তিচ্ছুদের উপস্থিত থাকতে বলা হয়েছে। বহুনির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

ব্যবহারিক পরীক্ষায় শিক্ষার্থীদেরকে দৌড়, লাফ, শটপুট নিক্ষেপ ইত্যাদি খেলায় অংশগ্রহণ করে শারীরিক সক্ষমতা প্রমাণ করতে হবে। এছাড়া বিশেষ কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদেরকে তাদের নিজ নিজ খেলায় দক্ষতার প্রমাণ দিতে হবে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদেরকে খেলাধুলায় অংশগ্রহণের উপযোগী পোশাক এবং প্রয়োজনীয় ক্রীড়া উপকরণ সঙ্গে নিয়ে আসতে বলা হয়েছে।

সর্বশেষ
জনপ্রিয়