ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৪ ১৪৩০

ইয়ারানার গানে আবেগে ভাসলেন পান্ডিয়া ব্রাদার্স

সোশ্যাল মিডিয়া ডেস্ক

প্রকাশিত: ১৪:৪৩, ২৫ মার্চ ২০২১  

ফাইল ছবি

ফাইল ছবি

দেশের হয়ে অভিষেক ম্যাচে নট আউট হাফ সেঞ্চুরির পর ভাই হার্দিক পান্ডিয়ার বুকে মাথা রেখে দাদা ক্রুনাল পান্ডিয়ার কান্নার দৃশ্য দেখেছে গোটা ক্রিকেট বিশ্ব। ম্যাচের মাঝে যখন ক্রুনালকে ধরা হয়েছিল টিভি ইন্টারভ্যু-র জন্য, তখনও আবেগে কথা বলতে পারছিলেন না ক্রুনাল। পরে অবশ্য ভাই হার্দিকের বুমের সামনে ধরা দিলেন ক্রুনাল।

কিছুদিন আগে তাঁদের বাবা প্রয়াত হয়েছেন। সেই আবেগ থেকেই চোখের জল ধরে রাখতে পারেননি। পরে ক্রুনাল বলেন, 'এতদিনে স্বপ্ন সফল হল। গত দেড় মাস ধরে আমি প্রচণ্ড পরিশ্রম করেছিলাম। তার দাম পেলাম হয়তো। শুধু যে ক্রিকেটীয় ব্যাপারে তাই নয়, ডায়েট থেকে ফিটনেস, সব ব্যাপারেই বাড়তি মনোযোগ দিয়েছিলাম।'

হার্দিকের সঙ্গে এই ছোট্ট কথোপকথনেও ক্রুনালের মুখে ফিরে এসেছে তাঁদের বাবার কথা। বললেন, 'আমার এই শুরুর সাফল্য আমি উৎসর্গ করছি ওই বৃদ্ধ মানুষটিকেই। বাবার আশীর্বাদ সব সময়ই আমাদের সঙ্গে আছে। তোমার এবং আমার ক্ষেত্রে এটা খুবই আবেগঘন মুহূর্ত।'

ম্যাচের আগে ক্রুনালের হাতে ইন্ডিয়া ক্যাপ তুলে দেন ভাই হার্দিক। সেটাকে স্মরণীয় মুহূর্ত মনে করে ক্রুনাল বলেন, 'তোমার হাত থেকে ক্যাপ নেওয়ার দৃশ্যটাও বাবাকে দারুণ খুশি করেছে। আজকের রাতটা তাঁর কাছে দারুণ। আমি যে ভাবে ব্যাট করেছি, সেটাও বাবা খুব উপভোগ করেছেন।'

এখানেই শেষ নয়। ক্রুনালকে নিয়ে হার্দিক দারুণ একটি ভিডিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। ভাইয়ের সঙ্গে নানা অন্তরঙ্গ মুহূর্তের ছবি এবং ভিডিও দিয়ে হার্দিক জুড়ে দিয়েছেন 'ইয়ারানা' সিনেমায় কিশোর কুমারের বিখ্যাত গান 'তেরে জ্যায়সা ইয়ার কাঁহা, কাঁহা অ্যায়সা ইয়ারানা...!' সঙ্গে হার্দিক লিখেছেন, 'বাবা আজ নিশ্চয়ই গর্বিত। বাবা তোমার পারফরম্যান্স দেখে খুশিতে হাসছে ভাই। জন্মদিনের আগাম উপহার পাঠিয়ে দিয়েছেন।' যা নেটিজেনরাও আবেগে ভেসেছেন।

সর্বশেষ
জনপ্রিয়