ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

উইলো বাগানগুলোর ধারে

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৫, ২০ জুলাই ২০২৩  

উইলো বাগানগুলোর ধারে

উইলো বাগানগুলোর ধারে

উইলো বাগানগুলোর ধারে
আমার প্রিয়া ও আমি দেখা করেছিলাম;
ছোট্ট বরফ-সাদা পা দিয়ে সে বাগান পার হয়েছিল।
আমাকে সে বলেছিল ভালোবাসাকে সহজভাবে নিতে, 
যেমন করে পাতারা বড় হয় গাছের ওপরে;
কিন্তু কমবয়সী ও বোকা হবার কারণে,
তার আমি কথায় রাজি হইনি। 
নদী তীরের প্রান্তরের ভেতরে আমার প্রিয়া ও আমি দাঁড়িয়েছিলাম;
এবং আমার হেলানো কাঁধের ওপরে সে তার বরফ-সাদা হাত রেখেছিল।
আমাকে সে বলেছিল জীবনকে সহজভাবে নিতে,
যেমন করে বাঁধের ওপরে ঘাসেরা জন্মায়;
কিন্তু আমি ছিলাম কমবয়সী ও বোকা,
ফলে এখন আমি কাঁদছি।

সর্বশেষ
জনপ্রিয়