ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

উত্তর কোরিয়ায় পরমাণবিক যুদ্ধ নিবৃত্তকরণ জোরদারের উপায় নিয়ে আলোচনা

প্রকাশিত: ১৩:৪৭, ২৪ মে ২০২০  

উত্তর কোরিয়া দেশটির পরমাণবিক যুদ্ধ নিবৃত্তকরণ জোরদারের নতুন নীতি নিয়ে আলোচনা করেছে।
দেশটির নেতা কিম জং উনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সামরিক বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে বলে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে রোববার জানানো হয়।
বিস্তারিত উল্লেখ না করে উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ আরো জানায়, সেন্ট্রাল মিলিটারি কমিশনের এ বৈঠকে দেশের পরমাণবিক যুদ্ধ নিবৃত্তকরণ আরো জোরদারের নতুন নতুন উপায় নিয়ে আলোচনা হয়। কোরিয়ান পিপলস আর্মির হামলার সক্ষমতা বাড়াতে গুুরুত্বপূর্ণ পদক্ষেপও বৈঠকে নেয়া হয়েছে।
এছাড়া বৈঠকে সামরিক ও রাজনৈতিক কর্মকান্ডের নানা ত্রুটি নিয়ে ব্যাপক পর্যালোচনা এবং তা উন্নয়নের উপায় নিয়ে আলোচনা করা হয়।
বৈঠকটি কবে অনুষ্ঠিত হয়েছে তা বলা হয়নি। তবে, একই বৈঠকে কিম স্বাক্ষরিত একটি সামরিক নির্দেশনার খবর কেসিএনএ প্রকাশ করে যা গত ২৩ মে তারিখে স্বাক্ষর করা হয়েছে।
এটি ছিল কিমের গত ২০ দিনেরও বেশি সময়ের মধ্যে প্রথম প্রকাশ্যে আসা। দীর্ঘ এ অনুপস্থিতির কারণে কিমের স্বাস্থ্য নিয়ে ব্যাপক জল্পনা কল্পনা তৈরি হয়।
এদিকে সরকারি রোডং সিনমুন পত্রিকায় বৈঠকের যে ছবি প্রকাশ করা হয়েছে তাতে কিমসহ কাউকে মাস্ক পরতে দেখা যায়নি।
যদিও করোনা ভাইরাস মহামারি আকারে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। কিন্তু উত্তর কোরিয়া জোর দিয়ে বলেছে, তাদের দেশে একজনও করোনা রোগী নেই।
কিন্তু বিশেষজ্ঞরা এ বিষয়ে ভিন্নমত পোষণ করছেন।

সর্বশেষ
জনপ্রিয়