ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

এএফসি কাপের খেলা হবে আগস্টে মাসে

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৬:০৩, ২ জুন ২০২১  

ফাইল ছবি

ফাইল ছবি

এএফসি কাপের ‘ডি’ গ্রুপের খেলা গত মে মাসে মালদ্বীপে হওয়ার কথা ছিল। বাংলাদেশ থেকে এবারের আসরে খেলবে বসুন্ধরা কিংস। করোনার কারণে ওই সময়ে তা হতে পারেনি। নতুন সূচি অনুযায়ী এবার আগস্ট মাসে খেলা নেয়া হয়েছে।

টুর্নামেন্টটি আগস্ট মাসে নেয়াতে বসুন্ধরা কিংস ইতিবাচক ভাবেই নিচ্ছে। ক্লাবটির সভাপতি ইমরুল হাসান এ বিষয়ে বলেছেন, ‘আমাদের চিঠির পরিপ্রেক্ষিতে এএফসি কাপের খেলা আগস্ট মাসে নিয়ে যাওয়ার এই সিদ্বান্তকে আমরা স্বাগত জানাই। কারণ এর ফলে বাংলাদেশ প্রিমিয়ার লিগের সকল খেলা যথাসময়ে শেষ হবে। বাংলাদেশের সব ক্লাব আর্থিকভাবে লাভবান হবে এবং সুষ্ঠুভাবে পরিকল্পনা করতে পারবে।’

বর্তমান অবস্থায় আগস্টের গ্রুপ পর্বের খেলার স্বাগতিকও হতে চাইছে বসুন্ধরা। এ ব্যাপারে ইমরুল হাসান বলেন, ‘যেহেতু খেলা আগস্ট মাসে চলে গেছে, তাই আমরা এবার স্বাগতিক হওয়ার জন্য আবেদন করবো।’

নতুন সূচি অনুযায়ী গ্রুপ ‘ডি’ এর ম্যাচের ফিক্সচার:

১৫ আগষ্ট - প্লে-অফ
★ বেঙ্গালুরু বনাম ক্লাব ঈগলস

১৮ আগষ্ট
★ এটিকে মোহনবাগান বনাম প্লে-অফ থেকে আসা দল
★ বসুন্ধরা কিংস বনাম মাজিয়া স্পোর্টস

২১ আগষ্ট
★ প্লে-অফ থেকে আসা দল বনাম বসুন্ধরা কিংস
★ মাজিয়া স্পোর্টস বনাম এটিকে মোহনবাগান

২৪ আগষ্ট
★ এটিকে মোহনবাগান বনাম বসুন্ধরা কিংস
★ মাজিয়া স্পোর্টস বনাম প্লে-অফ থেকে আসা দল

সর্বশেষ
জনপ্রিয়