ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৪ ১৪৩০

এবারও বাংলা নববর্ষ উদযাপন করা হবে ডিজিটাল মাধ্যমে

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:১৯, ১২ এপ্রিল ২০২১  

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

করোনা পরিস্থিতি অবনতি হওয়ায় এবারও বাংলা নববর্ষ উদযাপনে ডিজিটাল মাধ্যমকে বেছে নিয়েছে সাংস্কৃতিক সংগঠন ছায়ানট। 

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ছায়ানটের সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা মহামারির প্রতিকূল পরিস্থিতির কারণে গত বছরের মতো এবারও ডিজিটাল মাধ্যম ব্যবহার করে বাংলা নববর্ষ উদযাপন করবে ছায়ানট।

আয়োজন প্রসঙ্গে বলা হয়, আমাদের বাংলা বর্ষবরণের প্রতীকী, সংক্ষেপ ও ডিজিটাল আয়োজনটি সাজানো হয়েছে মানুষের মঙ্গল কামনা এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে উজ্জীবনী গান, বাণী ও কথন দিয়ে।

বাংলা নববর্ষের প্রথম ভোরে বাংলাদেশ টেলিভিশন এটি সম্প্রচার করবে বলেও জানায় ছায়ানট।

সর্বশেষ
জনপ্রিয়