ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৪ ১৪৩০

ওয়ানডে র‍্যাংকিংয়ে টাইগারদের সাফল্য

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১১:২০, ৩ জুন ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

শ্রীলংকার বিপক্ষে সদ্য সমাপ্ত তিন ম্যাচ সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডেতে ৯৭ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। শেষ ম্যাচ হারলেও ব্যাট-বলে ভালো করেন মাহমুদউল্লাহ-মোসাদ্দেক-তাসকিনরা। ভালো পারফরম্যান্সের পুরস্কার হিসেবে আইসিসি কর্তৃক প্রকাশিত সবশেষ ওয়ানডে র‌্যাংকিংয়ে তাদের উন্নতি হয়েছে।

সিরিজের শেষ ম্যাচে লঙ্কানদের দেয়া ২৮৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ১৮৯ রানে গুটিয়ে যায় স্বাগতিক বাংলাদেশের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ৫৩ রান করেন সাইলেন্ট কিলার খ্যাত মাহমুদউল্লাহ রিয়াদ। এছাড়া গুরুত্বপূর্ণ ৫১ রানে ইনিংস খেলেন মোসাদ্দেক হোসেন সৈকত।

এরই সুবাদে আইসিসির ওয়ানডে র‍্যাংকিংয়ে দুই ধাপ এগিয়ে ৩৬তম অবস্থানে উঠে এসেছেন মাহমুদউল্লাহ। এছাড়া ১২ ধাপ এগিয়ে মোসাদ্দেকের আছেন ১১৩তম স্থানে।

অন্যদিকে ৯ ওভার বল করে ৪৬ রান খরচায় ৪ উইকেট শিকার করেছিলেন তাসকিন আহমেদ। বোলারদের র‍্যাংকিংয়ে ১২ ধাপ এগিয়ে ৮৮তম স্থানে উঠে এসেছেন তিনি। 
সে ম্যাচে সুবিধা করতে পারেননি মুস্তাফিজুর রহমান। ৪৭ রান খরচ করলেও উইকেটের দেখা পাননি তিনি। এতে এই পেসারের ১ ধাপ অবনমন হয়েছে। ৯ নম্বর থেকে তিনি নেমে গেছেন ১০তম স্থানে। তবে আগের মতোই র‍্যাংকিংয়ে দ্বিতীয় স্থান ধরে রেখেছেন স্পিনার মেহেদী হাসান মিরাজ।

সর্বশেষ
জনপ্রিয়