ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৫ ১৪৩০

ওয়ার্ক ফ্রম হোমের সংখ্যা যত বেড়েছে ততই বেড়েছে হ্যাকারদের দৌরাত্ম্য

তথ্যপ্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১৩:৪৪, ২২ ডিসেম্বর ২০২০  

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

করোনা মহামারির কারণে অনেক প্রতিষ্ঠানই তাদের কর্মীদের ঘরে বসে কাজের সুযোগ দিচ্ছে। কিন্তু ওয়ার্ক ফ্রম হোমের সংখ্যা যত বেড়েছে ততই বেড়েছে হ্যাকারদের দৌরাত্ম্য।

অনলাইন কাজ নিয়ে সমীক্ষা চালানো আন্তর্জাতিক গবেষক সংস্থা ক্যাসপারস্কির গবেষকদের বক্তব্য, ওয়ার্ক ফ্রম হোম-এর হার বেড়েছে কয়েকগুণ। ল্যাপটপ এবং ডেস্কটপে হ্যাকারদের হানাও বেড়েছে পাল্লা দিয়ে। হ্যাকারদের সাইবার হামলার শিকার হচ্ছেন অনেকেই। তাদের গুরুত্বপূর্ণ তথ্য চুরি যাচ্ছে।

যেসব কর্মীরা বাড়িতে বসে কাজ করছেন, অনেকেই থার্ড পার্টি পরিষেবা ব্যবহার করেছেন। তা ছাড়া অনেক কম্পিউটার ঠিকমতো কনফিগার না করার জন্য, ফায়ারওয়াল বা অ্যান্টিভাইরাস ব্যবহার না করার জন্য হ্যাকারদের সহজ শিকার হচ্ছেন। তাদের স্পর্শকাতর তথ্য, নথি, ছবি, ভিডিও চুরি করে পাচার করছে হ্যাকাররা। অনেকে জানতেও পারছেন না যে তাদের কম্পিউটারে নিঃশব্দে হ্যাকাররা হানা দিয়ে সব লোপাট করে দিচ্ছে।

এক্ষেত্রে অথেন্টিক অ্যান্টিভাইরাসেও অনেক সময় কাজ হচ্ছে না। সেই সব প্রতিরোধ ভেঙেও হ্যাকাররা ঢুকে পড়ছে অনলাইন থাকা ব্যক্তির সিস্টেমে। অনেক অযাচিত ই-মেইল, পপ আপ অ্যাডে ভরে যাচ্ছে ডেস্কটপ বা ওয়েবসাইটের হোম পেজ। সেগুলোতে ক্লিক করলেই সব কিছু হ্যাক করে নিচ্ছে হ্যাকাররা। তাই কর্মীদের খুব সাবধানে কাজ করতে এবং পর্যাপ্ত অ্যান্টিভাইরাস ইনস্টল করতে পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। খুব দরকার না হলে কেউ যেন অপ্রয়োজনীয় ই-মেইল ও বিজ্ঞাপনে ক্লিক না করেন।

সর্বশেষ
জনপ্রিয়