ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

কবিতা পর্ব : সাগর ডাকলো

দুলাল সরকার

প্রকাশিত: ১২:৩২, ১৩ জুলাই ২০২৩  

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সাগর ডাকলো বলে এলাম আজ
কী করে এড়াই তার হাত?
চারদিকে মরা নদী, আত্মকেন্দ্রিকতার
ফাঁস যখন শরীরে, উপড়ানো
হৃদয়, বৃক্ষ ও বাতাসের সমন্বয়হীনতা,
অনাকাঙ্ক্ষিত ক্ষত, হৃদয়গুলো
ইট-পাথরে ঢালাই করা, কোথাও থোড়ের সুডৌল শিল্প নেই একটি আঙুলেও,
থোড়ের সুডৌল চারুতা নেই একটি
আঙুলেও, সঙ্গীহীন মেঘ এ আকাশ
ও আকাশ করে শেষে সমুদ্রেই
যখন ফেরে তখন ডাকলে আমাকে—
ডাকলে ঝিনুক, শঙ্খের অবাক কারুকাজ, ঝাউবীথি ছু্ঁয়ে তোমার
সর্বাঙ্গ সত্তা বললে যেন বিশাল
বিস্তৃতির পাশে ব্যক্তিগত বলে কিছু নাই—বৃহতের কাছে ক্ষুদ্রের এই
পরাজয়ে আমার মুক্তি হলো
তোমার অনন্ত ব্যথায়।

সর্বশেষ
জনপ্রিয়