ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

কম বয়সীদের জন্য নতুন নিয়ম করলো ইনস্টাগ্রাম

তথ্যপ্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১১:০৯, ৩১ জুলাই ২০২১  

ফাইল ছবি

ফাইল ছবি

যাদের বয়স অনূর্ধ্ব ১৬, তাদের জন্য নতুন নিয়ম করলো ফটো শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রাম। সোশ্যাল প্লাটফর্মটি জানায়, ১৬ বছরের কম বয়সীদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখন থেকে স্বয়ংক্রিয়ভাবে ‘প্রাইভেট’ করে দেয়া হয়েছে।

ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ ব্যবহারকারীদের একটি বিশেষ নোটিফিকেশন পাঠাচ্ছে। এতে অ্যাকাউন্ট ‘প্রাইভেট’ করার সুবিধাদি নিয়ে বিস্তারিত তথ্য দেওয়া হচ্ছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা অ্যাকাউন্ট প্রাইভেট করার ব্যাপারে উৎসাহ পাবে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।

প্রাইভেট করা এসব অ্যাকাউন্টের কোনো পোস্ট তাদের সঙ্গে যুক্ত হওয়া ফলোয়ার ছাড়া অন্য কেউ দেখতে, লাইক ও কমেন্ট করতে পারবে না। এর পাশাপাশি অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের অ্যাকাউন্ট কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে সনাক্ত ও মুছে ফেলার উদ্যোগও নিয়েছে ফেইসবুকের মালিকানাধীন এই প্রতিষ্ঠানটি। 

গত মার্চ থেকে ইনস্টাগ্রাম কমবয়সীদের অ্যাকাউন্টে বার্তা পাঠানোর সুযোগ সীমিত করে দিয়েছে। কম বয়সীদের অ্যাকাউন্টে যুক্ত না থাকলে তাদের অ্যাকাউন্টে কোনো প্রাপ্তবয়স্ক বার্তা পাঠাতে পারবে না।

সর্বশেষ
জনপ্রিয়