ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৪ ১৪৩০

করোনা ‌প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে নেত্রকোনায়

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:০৯, ১১ এপ্রিল ২০২১  

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

করোনা সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতার পাশাপাশি জেলা শহরের পরিছন্নতা অভিযান ও জীবাণুনাশক স্প্রে নিশ্চিত করছে নেত্রকোনা পৌরসভা।

করোনাভাইরাসে আক্রান্ত নেত্রকোনার পৌর মেয়র নজরুল ইসলাম খানের নির্দেশনায় পৌর শহরকে জীবাণুমুক্ত করতে বিভিন্ন কার্যক্রম পালন করছেন নির্বাচিত কাউন্সিলসহ পৌর প্রশাসনের কর্মকর্তারা।

এরই অংশ হিসেবে শনিবার (১০ এপ্রিল) বেলা সাড়ে এগারোটা থেকে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জীবাণুনাশক স্প্রে করা হয়। সেইসাথে পরিচ্ছন্ন কর্মীদের দ্বারা বিভিন্ন স্থানের ময়লা আবর্জনা ও ড্রেন পরিষ্কার অভিযান শুরু হয়।

এসময় স্প্রে ছিটানো কার্যক্রমের উদ্বোধন করেন ২ নং ওয়ার্ড কাউন্সিলর এস এম মহসীন আলম ও পৌরসভার সচিব ফারুক ওয়াহিদ। এ কার্যক্রমে পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।

পরে স্প্রে মেশিনবাহি গাড়িটির সাহায্যে পৌর শহরের প্রধান প্রধান সড়কগুলোকে জীবাণুনাশক পানি দ্বারা দিয়ে ধুয়ে দেয়া হয়। এই অভিযান চলমান থাকবে বলে জানায় পৌর কর্তৃপক্ষ। 

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়