ঢাকা, শনিবার   ০৪ মে ২০২৪ ||  বৈশাখ ২১ ১৪৩১

কিশোরগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডে মশক নিধন অভিযান শুরু

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬:৩১, ১৮ জুলাই ২০২৩  

কিশোরগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডে মশক নিধন অভিযান শুরু

কিশোরগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডে মশক নিধন অভিযান শুরু

কিশোরগঞ্জ সদর পৌরসভার ৯টি ওয়ার্ডের মশা নিয়ন্ত্রণে মশক নিধন অভিযান শুরু হয়েছে। মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে এ অভিযানের উদ্বোধন করা হয়েছে। মশক নিধন অভিযানের উদ্বোধন করেন পৌর মেয়র মোঃ পারভেজ মিয়া।

পৌরসভা সূত্র থেকে জানা যায়, অভিযান চলাকালে সর্বত্র মশার কীটনাশক প্রয়োগ করা হবে। এছাড়া মশার প্রজননস্থল ধ্বংস করতে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে। বিভিন্ন ড্রেন ও জলাশয়ে মশার ওষুধ প্রয়োগ করা হবে।

পৌর মেয়র মোঃ পারভেজ মিয়া বলেন, ৮টি ফগার মেশিন ও ১৫টি স্প্রে মেশিন দিয়ে মশক নিধন অভিযান পরিচালনা করা হবে। আমাদের কাছে ৮০০ লিটার ওষুধ মজুদ রয়েছে। ধারাবাহিকভাবে ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রত্যেকটি ওয়ার্ডে ওষুধ ছিটানো অব্যাহত রাখব। যে পর্যন্ত ডেঙ্গু নিয়ন্ত্রণে না আসবে সে পর্যন্ত ওষুধ ছিটানো হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর সচিব হাসান জাকির বাপ্পী, উপ-সহকারি প্রকৌশলী ফারুক আহমেদ, সহকারি প্রকৌশলী মোঃ মিজানুর রহমান, পৌর কর্মচারীবৃন্দ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়