ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৪ ১৪৩০

কিশোরগঞ্জে করোনা নিয়ন্ত্রণে কাজ করছে ভ্রাম্যমান আদালত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯:৪০, ২২ জুন ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জে এখন করোনা সংক্রমণ প্রতিদিন হু হু করে বাড়ছে। মাঝে মাঝে মৃত্যুর ঘটনাও ঘটছে। অথচ জনগণের মাঝে সচেতনতার তীব্র অভাব পরিলক্ষিত হচ্ছে। একেবারেই যেন নির্বিকার। শতকরা প্রায় ৮০ জনের মুখেই কোন মাস্ক দেখা যায় না। ফলে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে মাঠে নেমেছেন ভ্রাম্যমান আদালত।

জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম জানিয়েছেন, তার নির্দেশে আজ ২১ জুন সোমবার জেলা শহরে দু’টি ভ্রাম্যমান আদালত কাজ করছেন। আর প্রত্যেক উপজেলা নির্বাহী কর্মর্তাকেও ভ্রাম্যমান আদালত করার নির্দেশ দিয়েছেন। উপজেলা পর্যায়েও স্বাস্থ্যবিধি প্রতিপালনে ভ্রাম্যমান আদালত কাজ করছেন। নিয়ম অমান্যকারীদের জরিমানাও করা হচ্ছে।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়