ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

কিশোরগঞ্জে নগদ টাকা-তাসসহ ৮ জুয়াড়িকে আটক করেছে র‌্যাব

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০:৪৯, ২৫ জানুয়ারি ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের মারিয়া ইউনিয়নের মধ্য কাতিয়ারচর এলাকা থেকে জুয়া খেলার নগদ ১৬ হাজার টাকা ও দুই বান্ডিল তাসসহ ৮ জুয়াড়িকে আটক করেছে র‌্যাব।

সোমবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার এম শোভন খান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

আটকরা হলেন— জেলার মারিয়া ইউনিয়নের মধ‌্য কাতিয়ারচর এলাকার গিয়াস উদ্দিনদের ছেলে মো. শহিদ মিয়া (৫৫),আদির উদ্দিনের ছেলে মো. শিপন (৩৫), মৃত শাহাব উদ্দিনের ছেলে মো. খোকন মিয়া (৩৫), মৃত ওসমান আলীর ছেলে মো. সিদ্দিক মিয়া (৫৫), হেলাল উদ্দিনের ছেলে মো. মুনাফ মিয়া (৩০), মৃত আব্দুল খালেকের ছেলে দুলাল মিয়া (৬০), মো. শাফির উদ্দিনের ছেলে মো.হুমায়ুন কবীর (৩৫),এবং  বুরাঙ্গার চর এলাকার শহর আলীর ছেলে মো. মফিজ কারার (৫২)।

র‌্যাবের কোম্পানি কমান্ডার এম শোভন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত রাতে কিশোরগঞ্জ মারিয়া ইউনিয়নের মধ্য কাতিয়ার চর সেলিম মিয়ার চায়ের দোকানের পেছনের কক্ষ হতে জুয়া খেলা অবস্থায় তাদের আটক করা হয়। আটক আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে এলাকায় টাকার বিনিময়ে জুয়া খেলার কথা স্বীকার করেছেন। আসামিদের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন‌্য পাঠানো হয়েছে।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়