ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৪ ১৪৩০

কিশোরগঞ্জে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে কোটি টাকার চেক পেল ৩১ রোগী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:০৮, ২০ নভেম্বর ২০২২  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে কিশোরগঞ্জের ৩১ জন ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগীকে এক কোটি টাকার চেক প্রদান করা হয়েছে।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুনের মাধ্যমে এসব রোগীপ্রধানমন্ত্রীর দপ্তরে আর্থিক অনুদানের জন্য আবেদন করেছিলেন। চেক প্রদান উপলক্ষে আজ ২০ নভেম্বর রোববার দুপুরে কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত করিম অমির সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জিল্লুর রহমান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ, কেন্দ্রীয় মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক সোহেলা পারভীন রানু, জেলা মহিলা লীগ সভাপতি দিলারা বেগম আসমা, কটিয়াদী পৌরসভার মেয়র শওকত মাহমুদ, বিশিষ্ট ছড়াকার জাহাঙ্গীর আলম জাহান, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক ফয়েজ উমান খানসহ অনুদানের চেক পাওয়া কয়েকজন রোগি বক্তব্য রাখেন।

বক্তাগণ বলেন, সকল প্রধানমন্ত্রীর আমলেই একটি ত্রাণ তহবিল থাকে। এতদিন ধারণা করা হতো, এই তহবিলের টাকা কেবল প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য ব্যবহার করা হয়। অথচ এর বাইরেও নানা জটিল রোগি ও দুঃস্থ মানুষদের এখান থেকে সহায়তা করা হয়। কিন্তু কিশোরগঞ্জের মানুষ কখনও এটা জানতো না, অনুদানও পায়নি। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি মশিউর রহমান হুমায়ুনের সহায়তায় এখন পাচ্ছে। গত ২ বছরে কিশোরগঞ্জের বিভিন্ন দুঃস্থ ব্যক্তি ও রোগিকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রায় ৩০ কোটি টাকার অনুদান দেয়া হয়েছে বলেও অনুষ্ঠানে জানানো হয়। এছাড়াও বর্তমান প্রধানমন্ত্রী সাংবাদিক কল্যাণ তহবিল, প্রতিবন্ধী ভাতা, বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতাসহ আরও নানা রকম ভাতা চালু করেছেন বলেও বক্তাগণ উল্লেখ করেছেন।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়