ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৪ ১৪৩০

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিভিন্ন পেশাজীবীদের মাঝে ভূমি বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৪০, ২৬ অক্টোবর ২০২২  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের কুলিয়ারচরে উপজেলা পরিষদের ব্যবস্থাপনায় বার্ষিক উন্নয়ন কর্মসূচী এডিপি’র আওতায় ১নং গোবরিয়া আব্দুল্লাহপুর ও ২নং রামদী ইউনিয়নের বিভিন্ন পেশাজীবীদের মাঝে ভূমি বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

২৬ অক্টোবর বুধবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ নূরে আলম।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এস.আর.এম জি কিবরিয়া। প্রশিক্ষক হিসিবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের কানুনগো মো. মনির উদ্দিন, ভূমি সহকারী কর্মকর্তা এনামুল হক বাবুল ও সার্ভেয়ার মো. শামসুল হক মাছুম। প্রশিক্ষণ কর্মশালায় ১নং গোবরিয়া আব্দুল্লাহপুর ও ২নং রামদী ইউনিয়নের জনপ্রতিনিধিসহ সকল শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসের উপ-প্রশাসনিক কর্মকর্তা মো. ফজলুর রহমান পটল।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়