ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

কুষ্টিয়ার লালন শিল্পীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪:২২, ২ মে ২০২১  

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

কুষ্টিয়ায় প্রধানমন্ত্রীর করোনাকালীন ত্রাণ সহায়তা পেলেন অসচ্ছল লালন সঙ্গীত শিল্পীরা। শনিবার দুপুরে ছেঁউড়িযায় লালন একাডেমিতে ৬৯ জন লালন সঙ্গীত শিল্পীর হাতে ত্রাণ সামগ্রী তুলে দেয়া হয়। প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পেয়ে বেজায় খুশি লালন শিল্পীরা। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শিল্পীদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন কুষ্টিয়ার জেলা প্রশাসক সাইদুল ইসলাম। 

এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃণাল কান্তি দে, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ওবাইদুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সিরাজুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ্বাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা।

এছাড়া একইদিন সকালে জেলা শিল্পকলা একাডেমিতে ২৫ জন অসচ্ছল সঙ্গীত শিল্পীর মধ্যে ত্রাণ বিতরণ করা হয়।

কুষ্টিয়ার জেলা প্রশাসক সাইদুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় চলমান বৈশ্বিক মহামারি করোনার কারণে অসহায় হয়ে পড়া ৬৯ লালন শিল্পীকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। এ ধরনের মানুষদের জন্য সরকারি খাদ্য সহায়তা অব্যাহত থাকবে।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়